Monday
20-05-2024
1:41 PM
Login form
Search
Calendar
«  May 2024  »
SuMoTuWeThFrSa
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031
Entries archive
Tag Board
300
Site friends
  • Create a free website
  • Online Desktop
  • Free Online Games
  • Video Tutorials
  • All HTML Tags
  • Browser Kits
  • Statistics

    Total online: 1
    Guests: 1
    Users: 0

    My site

    হিন্দু ধর্ম ব্লগ

    পুরান ঢাকার শাঁখারীবাজারের প্রধান সড়কটি দৈর্ঘ্যে-প্রস্থে খুব বেশি বড় নয়। দুই পাশে শাঁখা-সিঁদুর ও পূজার উপকরণের দোকান। এ বছর এই একটি সড়কেই ১১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তাই মাস খানেক আগে থেকেই উৎসবের আমেজ শুরু হয়েছে এখানে।
    গত মঙ্গলবার মহালয়ার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আগামী রোববার সকালে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হবে। এখন সারা দেশে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতিমূলক কাজ। মন্দিরগুলোতে প্রতিমার গায়ে পড়ছে রঙের প্রলেপ।
    শাঁখারীবাজারে ঢুকতেই কমলা রঙের দৃষ্টিনন্দন সুউচ্চ ফটক। প্রতিদ্বন্দ্বী সংঘ দুর্গাপূজা উদ্যাপনে তাদের ৪০ বছর পূতি উপলক্ষে তৈরি করেছে ফটকটি। ইতিমধ্যে পগোজ স্কুলের পাশে তাদের অস্থায়ী মণ্ডপ তৈরির কাজ শেষ। এখ ... বিস্তারিত
    Views: 645 | Added by: DharmaJuddha | Date: 30-09-2011 | Comments (1)

    ছবি ও লেখা: অর্ণব দত্ত

    লেখকের কথা–বর্তমান প্রবন্ধটির রচনার নেপথ্য ইতিহাস আছে। এটি লিখতে আমাকে প্ররোচিত করেছিল কয়েকটি বাংলাদেশী ফোরামের কিছু প্রবন্ধ। সেসবের সারমর্ম ছিল, দুর্গাপূজা আধুনিক উৎসব; এই উৎসব কিছু ধনী জমিদারের স্বকপোল-কল্পিত ও হিন্দু ধর্মগ্রন্থে এই উৎসবের কোনো উল্লেখ নেই! সেই সব লেখার নিচে শুভবুদ্ধিসম্পন্ন কয়েকজনের মন্তব্য পড়ে মনে হল, এগুলি বাংলাদেশের হিন্দুবিরোধী মৌলবাদীদের এজেন্ডা হিসেবে লেখা হয়েছে। যদিও সেই সব ‘জ্ঞানগর্ভ’ নিবন্ধের বক্তব্য খণ্ডানোর জন্য তথ্য বা যুক্তি কেউই উত্থাপন করেননি (সম্ভবত ত ... বিস্তারিত
    Views: 1357 | Added by: Arnab | Date: 29-09-2011 | Comments (19)

    হিন্দু ধর্মের ধর্মগ্রন্থগুলো নিয়ে ধারাবাহিক ভাবে আলোচনা করার চেষ্টা করছি
    আজকে শুরু করব বেদাঙ্গ নিয়ে।


    এক নজরে দেখে নিতে পারেন আগের পর্ব গুলো


    বেদ সংহিতা

    ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ্

    ... বিস্তারিত
    Views: 1144 | Added by: Koilas | Date: 29-09-2011 | Comments (2)

    নাটোরে চলছে দূর্গাপূজা শুরুর শেষ মূহুর্তের প্রস্তুতি


    নাটোর জেলার ছয়টি উপজেলার বিভিন্ন মন্ডপে দূর্গাপূজার শেষ মূহুর্তের প্রস্তুতি চলছে। পূজা মন্ডপগুলোতে প্রতিমা প্রতিস্থাপন, প্যান্ডেল সাজানো এবং সুষ্ঠু ও যথাযথ নিরাপত্তা ব্যবস্থা মধ্যদিয়ে পূজা বিভিন্ন পূজা উৎযাপন কমিটির লোকজন এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। জেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি চিত্তরঞ্জন সাহা জানান, এবারে ৩৫৪টি স্থায়ী ও অস্থায়ী প্যান্ডেলে উৎযাপনের প্রস্ততি নেওয়া হয়েছে, গত বছর জেলায় ৩২১টি প্যান্ডেলে দূর্গাপূজা উৎযাপিত হয়েছে। ইতিমধ্যেই অধিকাংশ প্যান্ডেলে সাজানোর কাজ শেষ হয়ে গেছে। চলছে শেষ সময়ের রং করা।
    এবারে সদর ... বিস্তারিত
    Views: 899 | Added by: DharmaJuddha | Date: 29-09-2011 | Comments (0)

    গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ক্যাম্পাসে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নির্মাণাধীন একটি স্থাপনা ভেঙে ফেলেছে একদল ছাত্র। প্রতিবাদে সনাতন ধর্মাবলম্বী ছাত্রছাত্রীরা জড়িতদের বিচার এবং নির্বিঘ্নে পূজা উদ্যাপনের দাবিতে গতকাল সন্ধ্যার পর ঢাকা-গাজীপুর-শিমুলতলী সড়ক অবরোধ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে রাত পৌনে ১০টায় অবরোধ তুলে নেওয়া হয়। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
    বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন বাণী অর্চনা সংসদের সভাপতি মৃদুল কান্তি দাস জানান, বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ কেন্দ্রের পরিচালকের কাছ থেকে গত ১৯ সেপ্টেম্বর লিখিত অনুমতি নিয়ে ক্যাম্পাসে অস্থায়ীভাবে দুর্গাপূজার আয়োজন করা হয় ... বিস্তারিত
    Views: 601 | Added by: Abimanyu | Date: 28-09-2011 | Comments (1)

    পাবনায় দুর্গাপূজা উৎসবে কয়েকটি মন্দির বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ডাকযোগে পাঠানো একটি চিঠিতে অজ্ঞাত দুর্বৃত্তরা এই হুমকি দেয়।

    চিঠিতে পাবনার সৎসঙ্গ আশ্রম, মদন মোহন জিউ বিগ্রোহ মন্দির, জয়কালী বাড়ি মন্দির, ভাঙ্গা কালিবাড়ি মন্দির বোমা মেরে উড়িয়ে দেয়া হবে এবং হিন্দুদের পূজা করতে দেয়া হবেনা বলে সতর্ক করে দেওয়া হয়।

    এ ঘটনায় সৎসঙ্গ অনুকুল চন্দ্র ঠাকুর আশ্রমের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ সরকার মঙ্গলবার দুপুরে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

    এব্যাপারে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় জ্যোতি কুণ্ডু জানান, এ ধরণের একটি চিঠি হিন্দু সম্প্রদায়ের জন্য হুমকি স্বরূপ। বিষয়টি নিয়ে সবাই আতংকিত।

    সদর থান ... বিস্তারিত
    Views: 706 | Added by: Abimanyu | Date: 28-09-2011 | Comments (0)

    মূল রচনা: ডব্লিউ. জে. উইলকিনস (হিন্দু মিথোলজি: বৈদিক অ্যান্ড পৌরাণিক থেকে)

    অনুবাদ: অর্ণব দত্ত

    শিবজায়া এইবারে সম্পূর্ণ নতুন একটি রূপ ধারণ করলেন–এমন রূপ তিনি আগে কখনও ধরেননি। আগেও তিনি ছিলেন শিবের পত্নী; তবে তিনি আচরণ করতেন সাধারণ নারীর মতো; বলা যায়, তিনি ছিলেন নারীসুলভ গুণাবলির মূর্ত প্রতীক। দুর্গা রূপে তিনি হলেন এক সর্বশক্তিময়ী বীরাঙ্গনা। দেবতা ও মানুষের ত্রাস অসুরদের নির্মূল করতে পৃথিবীতে তিনি আবির্ভূতা হলেন নানা নামে।

    দুর্গ নামে এক অসুরকে বধ করে দেবী দুর্গা নামে পরিচিতা হয়েছিলেন। ”স্কন্দপুরাণ”-এ এই ঘটনার বিবরণ পাওয়া যায়। ঋষি অগ্যস্ত একবার কার্তিকেয়কে জ ... বিস্তারিত

    Views: 1077 | Added by: rajendra | Date: 28-09-2011 | Comments (2)

    হিন্দু ধর্মের ধর্মগ্রন্থগুলো নিয়ে ধারাবাহিক ভাবে আলোচনা করার চেষ্টা করছি
    আজকে শুরু করব ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ্ নিয়ে।


    আগে আলোচনা করেছি বেদ সংহিতা নিয়ে- এক নজরে দেখে নিতে পারেন।


    ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ্

    বেদ সংহিতার পর বৈদিক সাহিত্যের ধারায় ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ এসেছে।
    বেদে ব্রহ্ম শব্দের এ ... বিস্তারিত
    Views: 1096 | Added by: Koilas | Date: 28-09-2011 | Comments (5)

    বর্তমানে আমরা হিন্দুরা সংখ্যালঘু। যদি ও একসময় আমাদের যথেষ্ট প্রভাব প্রতিপত্তি ছিল, কিন্তু তার সব ই এখন অতীত। বর্তমানে আমরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই হিমশিম খাচ্ছি। এর কারণ খুজতে গেলে অনেক কারণ ই আমরা খুজে পাব, কিন্তু বর্তমানে আমি যেটা প্রধান হিসেবে দেখি তা হচ্ছে নিজেদের ধর্ম সম্পর্কে আমাদের অজ্ঞতা ও unity এর অভাব। এভাবে যে আমরা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছি তা আমরা খেয়াল করছিনা। আমরা শুধু ভাবছি আমার তো কিছু হচ্ছেনা । আমি তো ভালো আছি, আমাকে তো কেও উত্যক্ত করছেনা। কিন্তু একটু সামগ্রিক ভাবে দেখতে গেলে দেখা যাবে আমরা ধীরে ধীরে নি:শেষ হয়ে যাচ্ছি । আমরা বুঝতে পারছি কিন্তু সবাই ভাবছি কেউ কিছু করছেনা কেন? এভাবে সবাই ভাবতে থাকলে আমাদের অস্তিত্ব হুমকিস্বরুপ। একজন মুসলমান ৫ ও ... বিস্তারিত
    Views: 796 | Added by: Hinduism | Date: 27-09-2011 | Comments (4)

    বাংলাদেশী মুসলিমরা হিন্দুদের উপর নির্যাতন করছে এটা স্বীকার করতে চায় না। তারা বলে বাংলাদেশ নাকি অসাম্প্রদায়িক রাষ্ট্র। সত্য কথা হচ্ছে বাংলাদেশ কোন কালেই অসাম্প্রদায়িক ছিল না। খিলজি থেকে শাহ জালাল সব দাড়িওয়ালাই হিন্দুদের গলা কেতেছে।

    এই বছর সরস্বতী পুজার দিন ৩০ তম বিসিএস এর লিখিত পরীক্ষা ছিল।

    এবার শারদীয় দুর্গা পূজার ভিতর ৩১ তম বিসিএসের লিখিত পরীক্ষা।
    ২ অক্টোবর মহা ষষ্ঠীর দিন আন্তর্জাতিক বিষয়াবলি;
    ৩ অক্টোবর মহা সপ্তমির দিন গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা;
    ৪ অক্টোবর মহা অষ্টমীর দিন বাংলা প্রথমপত্র;
    ৫ অক্টোবর মহা নবমীর দিন বাংলা দ্বিতীয়পত্র

    হিন্দু ছাত্রদের কি হবে? তারা কি পুজা করবে না? তাদের তো বসে বসে পড়তে হবে।
    ... বিস্তারিত
    Views: 722 | Added by: Abimanyu | Date: 27-09-2011 | Comments (3)

    « 1 2 ... 10 11 12 13 14 ... 39 40 »