অসাম্প্রদায়িক বাংলাদেশের নমুনাঃ দুর্গাপূজার ভিতর বিসিএস লিখিত পরীক্ষা - 27 September 2011 - হিন্দু ধর্ম ব্লগ - A Total Knowledge Of Hinduism, সনাতন ধর্ম
Hinduism Site
Main » 2011»September»27 » অসাম্প্রদায়িক বাংলাদেশের নমুনাঃ দুর্গাপূজার ভিতর বিসিএস লিখিত পরীক্ষা
Added by: Abimanyu
9:50 PM
অসাম্প্রদায়িক বাংলাদেশের নমুনাঃ দুর্গাপূজার ভিতর বিসিএস লিখিত পরীক্ষা
বাংলাদেশী মুসলিমরা হিন্দুদের উপর নির্যাতন করছে এটা স্বীকার করতে চায় না। তারা বলে বাংলাদেশ নাকি অসাম্প্রদায়িক রাষ্ট্র। সত্য কথা হচ্ছে বাংলাদেশ কোন কালেই অসাম্প্রদায়িক ছিল না। খিলজি থেকে শাহ জালাল সব দাড়িওয়ালাই হিন্দুদের গলা কেতেছে।
এই বছর সরস্বতী পুজার দিন ৩০ তম বিসিএস এর লিখিত পরীক্ষা ছিল।
এবার শারদীয় দুর্গা পূজার ভিতর ৩১ তম বিসিএসের লিখিত পরীক্ষা। ২ অক্টোবর মহা ষষ্ঠীর দিন আন্তর্জাতিক বিষয়াবলি; ৩ অক্টোবর মহা সপ্তমির দিন গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা; ৪ অক্টোবর মহা অষ্টমীর দিন বাংলা প্রথমপত্র; ৫ অক্টোবর মহা নবমীর দিন বাংলা দ্বিতীয়পত্র
হিন্দু ছাত্রদের কি হবে? তারা কি পুজা করবে না? তাদের তো বসে বসে পড়তে হবে।