Tuesday
24-12-2024
0:35 AM
Login form
Search
Calendar
Entries archive
Tag Board
300
Site friends
  • Create a free website
  • Online Desktop
  • Free Online Games
  • Video Tutorials
  • All HTML Tags
  • Browser Kits
  • Statistics

    Total online: 2
    Guests: 2
    Users: 0

    My site

    হিন্দু ধর্ম ব্লগ

    Main » 2011 » September » 23

    নারায়ণগঞ্জে মন্দিরের পুরোহিতকে মারধর প্রতিমা ভাঙচুর:
    নারায়ণগঞ্জ শহরে মন্দিরের ভেতরে জুয়া খেলতে বাধা দেওয়ায় গতকাল শুক্রবার উচ্ছৃঙ্খল বখাটেরা পুরোহিতকে মারধর এবং লাঞ্ছিত করেছে। এ ছাড়া ভাঙচুর করেছে দুটি মন্দিরের তিনটি প্রতিমা। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
    প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় উচ্ছৃঙ্খল কয়েকজন বখাটে গতকাল দুপুরে শহরের নিতাইগঞ্জ কাচারী গলি এলাকার মন্দিরের ভেতরে জুয়া খেলতে থাকে। এ সময় মন্দিরের পুরোহিত অজিত চক্রবর্তী তাদের জুয়া খেলতে বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে তারা অজিত চক্রবর্তীকে মারধর করে ও পরনের জামা টেনে ছিঁড়ে ফেলে। এ সময় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তৈরি করা গণেশ, লক্ষ্মী ও কার্তিক প্রতিমার হাত ও ম ... বিস্তারিত
    Views: 961 | Added by: DharmaJuddha | Date: 23-09-2011 | Comments (1)

    দুপচাঁচিয়ায় শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা:

    আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে দুপচাঁচিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে গত শুক্রবার মহাশ্মশান কালীবাড়ি মন্দির চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরিষদের সভাপতি অসীম কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের আইন বিষয়ক সম্পাদক এড. উৎপল কুমার বাগচী, পৌর সচিব কার্তিক চন্দ্র দাস, পৌর কাউন্সিলর তাপসী রানী দাস, মহাশ্মশান কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু, ব্যবসায়ী শ্যাম সুন্দর আগরওয়ালা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি তপন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক বিপ্লব কুমার মোহন্ত বিপুল, সাংগঠনিক সম্পাদক শিশির চক ... বিস্তারিত
    Views: 864 | Added by: DharmaJuddha | Date: 23-09-2011 | Comments (0)

    শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে খুলনা জেলায় ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। এবার খুলনা মহানগর ও জেলায় ৭৫২টি মন্ডপ ও মন্দিরে দুর্গাপূজা পালিত হবে। শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালনের জন্য পুলিশ প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে । সংশ্লিষ্ট সুত্র জানায়, এ বছর খুলনা মহানগরীর ৬৫টি স্থানে নির্মিত মন্ডপে দুর্গা পূজা পালিত হবে। একই সাথে জেলার ৯টি উপজেলার ৬৮৭টি মন্ডপ ও মন্দিরে পূজার আয়োজন করা হচ্ছে। খুলনা মহানগরীর টুটপাড়া গাছতলা মন্দিরে এই প্রথমবারের মতো ১শ’ ১টি বিভিন্ন প্রতীমা আকর্ষণীয়ভাবে প্রতিস্থাপন করে জাকজমকভাবে দুর্গোৎসব পালন করা হবে। এ জন্য এই মন্দিরের আকর্ষণ বেড়েছে। এর পাশাপাশি নগরীর দোলখোলা শীতলাবাড়ি মন্দিরে ৫১টি প্রতীমা প্রতিস্থাপন করে দুর্গোৎসব পালিত হবে। পূজা উৎসব স ... বিস্তারিত
    Views: 720 | Added by: DharmaJuddha | Date: 23-09-2011 | Comments (1)

    কিশোরগঞ্জ জেলায় এ বৎসর শারদীয় দুর্গোৎসব প্রস্তুতি চলছে সাড়ম্বরে।

    এবার কিশোরগঞ্জ জেলায় ৩৫৪টি শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।

    জেলা প্রশাসন সূত্রে জানা যায় এ বছর কিশোরগঞ্জ সদর উপজেলায় ৫১টি, করিমগঞ্জে ১০টি, পাকুন্দিয়ায় ১৮টি, হোসেনপুরে ১৩টি, কটিয়াদী ৩৫টি, বাজিতপুরে ৬৭টি, কুলিয়ারচরে ২৯টি, ভৈরবে ২৫টি, ইটনায় ২৫টি, মিঠামইনে ১৪টি, অষ্টগ্রামে ৪৩টি, নিকলীতে ১৭টি, তাড়াইলে ১৬টি পূজা অনুষ্ঠিত হচ্ছে।

    এর মধ্যে ১৬টি ব্যক্তি উদ্যোগে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।

    এ বছর পূজা সামনে রেখে কিশোরগঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া চালিয়ে যাচ্ছে।

    প্রতি বছরের মত যথারীতি হবে আরতি প্রতিযোগীতা।

    ... বিস্তারিত
    Views: 699 | Added by: DharmaJuddha | Date: 23-09-2011 | Comments (0)

    হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলে বরিশালের সর্বত্রই এখন সাজ সাজ রব বিরাজ করছে। নগরীসহ জেলার বিভিন্ন মন্দিরে রঙ-বেরঙের আলোকসজ্জার পাশাপাশি সুদর্শনীয় তোড়ন নির্মাণের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীরা। জানা গেছে, বরিশাল জেলায় সর্বাধিক ৫ শত ১২টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

    এর মধ্যে নগরীতে ২৭টি, সদর উপজেলায় ১৭টি, উজিরপুরে ৯০টি, বাবুগঞ্জে ১৮টি, আগৈলঝাড়ায় ১৩০টি, গৌরনদীতে ৭৫টি, বানারীপাড়ায় ৪১টি, মুলাদীতে ১২টি, হিজলায় ১৩টি, মেহেন্দিগঞ্জে ১৩টি ও বাকেরগঞ্জে ৭৬টি মন্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। গত বছর এর সংখ্যা ছিলো ৪ শত ৪৭টি ।এদিকে পূজা উপলে মহানগরীর ৩০টি মন্ডপে ও সার্বজনীন ২৪টি মন্ডপে ১২ হাজার করে, ব্যক্তিগত ৬টি মন্ড ... বিস্তারিত
    Views: 736 | Added by: DharmaJuddha | Date: 23-09-2011 | Comments (1)

    দেবী দুর্গা সম্পর্কে অনেক হিন্দু ধর্মাবলীম্ব গণ নিজেরাই ভালো করে জানে না। জানে শুধু আশ্বিন মাসে দুর্গা পূজা হয়। নতুন জামা কাপড় ও প্যাণ্ডেলে ঘোড়াঘুরি। বাংলাদেশে টিভি ও মিডিয়ার সাংবাদিকগণ দুর্গা পূজা সম্পর্কে বলতে গিয়ে অনেকে বিভ্রন্তিকর তথ্য পরিবেশন করেন। সকলের সুবিধার্থে দেবী দুর্গা সম্পর্কে একটি স্বল্প পরিসরে আলোচনা করার চেষ্টা করলাম।

    দেবীতত্ত্বের বৈদিক ভিত্তি দেবীসূক্ত এবং রাত্রি সূক্ত। দেবীসুক্তের দেবতা বাক্।অম্ভৃণ ঋষির কন্যা বাক্ নাম্নী কন্যার মুখে তিনি অচিন্তনীয় মহিমা এবং অপরিসীম শক্তি ও নীলার কথা ব্যক্ত করেছেন। তিনি সর্বাত্মিকা,সর্বশক্তি সমন্বিতা, সর্বব্যাপিনী এবং সর্বস্রষ্টি। তিনিই একাদশ রুদ্ররুপে বিচরণ করেন, তিনিই সমুদয় বসুগণকে এবং বিষ্ণু প্রভৃতি দ্বাদশ অদিত্যকে ধার ... বিস্তারিত
    Views: 1799 | Added by: নামহীন | Date: 23-09-2011 | Comments (2)

     
    বয়স কত? একুশ। পরনে মালকোঁচা ধুতি। মাথায় গৈরিক পাগড়ি, গায়ে লাল ব্যাজ লাগানো শার্ট। ইনিই দলনেতা। এক হাতে রিভলবার, অন্য হাতে হাতবোমা। দলের সদস্যসংখ্যা সাত। সবার পরনে রাবার সোলের কাপড়ের জুতো। সবাই প্রস্তুত। দলনেতার মুখে ‘চার্জ’ শুনতেই সবাই ঝাঁপিয়ে পড়ল শত্রুর ওপর। তারা তখন ক্লাবে মত্ত নাচ-গানে। পিকরিক অ্যাসিডে তৈরি বোমাটি বর্জ্রের মতো ভয়ংকর শব্দে ফেটে পড়ল; হলঘরে তখন শুধু ধোঁয়া। দলনেতাই এগিয়ে গেল সবার আগে। অথচ এটাই তার প্রথম অভিযান। বোমার বিস্ফোরণ, গুলির শব্দ, শত্রুর মরণ চিত্কার—সব মিলে এলাকাটা ... বিস্তারিত
    Views: 835 | Added by: শকুন্তলা-দেবী | Date: 23-09-2011 | Comments (2)

    বাংলা এক্স প্রেস, চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর :
    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেছেন, সনাতনী সমপ্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যাতে সুসম্পন্ন হয় সেজন্য তার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেয়া হবে। তিনি রবিবার সন্ধ্যায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃবৃন্দের সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ আশ্বাস দেন।
    প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতি বছর চট্টগ্রাম সিটি কর্পোরেশন মহানগর কমিটির নেতৃবৃন্দের সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে থাকে। এবারও তার কোন ব্যতিক্রম হবে না। বরং পূর্বের চেয়ে আরো অধিকতর সহায়তা প্রদানের চেষ্টা করা হবে।
    তিনি আরো বলেন, ... বিস্তারিত
    Views: 755 | Added by: rajendra | Date: 23-09-2011 | Comments (2)

    ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, পতৌদি পরিবারের শেষ নবাব মনসুর আলী খান মারা গেছেন।

    বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির একটি হাসপাতালে মৃত্যু হয় সাবেক এই তারকা ক্রিকেটারের। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিন মাস আগে তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। এ কারণেই গত মাসে তিনি দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হন।

    মাত্র ২১ বছর বয়সে ভারতীয় দলের অধিনায়ক হওয়া এই ক্রিকেটার পরিচিতি পেয়েছিলেন টাইগার পতৌদি নামে। ১৯৬১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় তার। শেষ করেন ১৯৭৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টের মধ্য দিয়ে। মাঝে খেলেন ৪৬টি টেস্ট। ৩৪.৯১ গড়ে করেন ২ হাজার ৭৯৩ রান। নেতৃত্ব দিয়ে নয় টেস্টে জেতান ভারতকে।

    ১৯৭১ সালে ভারতে নবাবী প্রথা বাত ... বিস্তারিত
    Views: 753 | Added by: Abimanyu | Date: 23-09-2011 | Comments (1)

    উপজেলার ধলঘাট ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের আসন্ন দূর্গা পুজার প্রতিমা গতকাল (বুধবার) রাতে কে বা কারা চুরি করে নিয়ে যায়।
    জানাযায় উপজেলার ধলঘাট এলাকার হিন্দু সম্প্রদায়ের উপসানালয় শ্রী শ্রী কালি মন্দির থেকে মূল্যবান একটি প্রতীমা রাতের আধারে চুরি হয়ে যায়।
    পটিয়া থানার পুলিশ দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং হিন্দু সম্প্রদায়ের কেউ এখনো চুরির ঘটনায়া অভিযোগ নিয়ে আসেনি।
    পটিয়া থানার ইনর্চাজ আবদুস সবুর জানায় মন্দির চুরির ঘটনাটা আমার রহস্য জনক মনে হয়েছে যদি কেউ অভিযোগ নিয়ে আসে তদন্ত করে মুল রহস্য বের করা হবে।
    ধলঘাট ইউপি চেয়ারম্যান সালমাত জানান, মন্দিরে চুরির ঘটনা আমি কিছু জানি না এবং এখন চট্টগ্রাম নগরীতে চলে আসছি।
    Views: 654 | Added by: DharmaJuddha | Date: 23-09-2011 | Comments (2)