বাংলা এক্স প্রেস, চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর : চট্টগ্রাম সিটি
কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেছেন, সনাতনী সমপ্রদায়ের সবচেয়ে বড়
ধর্মীয় শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যাতে সুসম্পন্ন
হয় সেজন্য তার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেয়া হবে। তিনি রবিবার
সন্ধ্যায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃবৃন্দের
সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ
আশ্বাস দেন। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, শারদীয় দুর্গোৎসব
উপলক্ষে প্রতি বছর চট্টগ্রাম সিটি কর্পোরেশন মহানগর কমিটির নেতৃবৃন্দের
সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে থাকে। এবারও তার কোন
ব্যতিক্রম হবে না। বরং পূর্বের চেয়ে আরো অধিকতর সহায়তা প্রদানের চেষ্টা করা
হবে। তিনি আরো বলেন, চট্টগ্রাম সুদীর্ঘ কাল থেকে সামপ্রদায়িক
সমপ্রীতির এক অনন্য দৃষ্টান- স্থাপন করে আসছে। আমরা যে কোন মূলে সেই
সমপ্রীতি অক্ষুন্ন রাখতে বদ্ধ পরিকর। মেয়র পূজা উপলক্ষে রাস্তাঘাট
মেরামত, মন্ডপে জেনারেটরের জন্য অর্থ প্রদান, রাস্তার সড়কবাতি সচল রাখা,
পানি সরবরাহ, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সরকারী ভোগ্যপণ্য মহানগর কমিটির
সাথে সমন্বয় করে প্রদান ও দেওয়ানেশ্বরী মন্দিরের সম্মুখস' অবৈধ স্থানে
বহুমুখী ব্যবহারের জন্য একটি যাত্রী ছাউনি নির্মাণ, পতেঙ্গা সমুদ্র সৈকতে
জায়গা পাওয়া সাপেক্ষে একটি স্থায়ী মঞ্চ নির্মাণ এবং প্রতিমা বিসর্জনে সুযোগ
সুবিধা সৃষ্টি করা হবে বলে আশ্বাস দেন। পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম
মহানগর কমিটির সভাপতি তিমির বরণ চৌধুরীর সভাপতিত্বে এ মতবিনিময় অন্যান্যের
মধ্যে হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাখাল দাশ গুপ্ত, সাধারণ সম্পাদক
রানা বিশ্বাস, এড. চন্দন তালুকদার, সাধন ধর, বিমল কান্তি দে, সাবেক সাধারণ
সম্পাদক আশীষ ভট্টাচার্য, সুজিত দাশ প্রমুখ বক্তব্য রাখেন। উল্লেখ্য, এবার চট্টগ্রাম মহানগরীর ৪১টি ওয়ার্ডের ২৩৩টি মন্ডপে দুর্গাপূজা হবে।