Saturday
23-11-2024
3:26 PM
Login form
Search
Calendar
Entries archive
Tag Board
300
Site friends
  • Create a free website
  • Online Desktop
  • Free Online Games
  • Video Tutorials
  • All HTML Tags
  • Browser Kits
  • Statistics

    Total online: 1
    Guests: 1
    Users: 0

    My site

    হিন্দু ধর্ম ব্লগ

    Main » 2011 » September » 24
    Views: 613 | Added by: rajendra | Date: 24-09-2011 | Comments (3)

    Facebook এর একটি গ্রুপে বিপুল মোহন্ত দাদার লেখাটা পেলাম। শেয়ার করার লোভ সামলাতে পারছি না।

    দেশে এইবার ১০০০ টি পূজামণ্ডপ বেশী হচ্ছে, খবরটা অনেক আগেই পড়েছিলাম; সকলেই এই খবরে উচ্ছ্বাসিত, আনন্দিত। শুধু আনন্দ হচ্ছিলনা আমার, আমি নরাধম দাস । প্রতিবারের মতো এইবারও পূজার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে এসেছে, প্রতিমার গায়ে শেষ বারের মতো তুলি দেবার সময় এসেছে,সকল প্রতিমা তা পাবে কিনা আমার জানা নেই,তবে মাটির প্রতিমা যে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে তা আমি হলফ করে বলতে পারি । শেষ সময়ে প্রতিমা ভাঙচুর,মন্দিরে আগুন দেয়া,মন্দিরের সেবাইত-পুরহিতদের মারধর, অসাম্প্রদায়িক বাংলাদেশ আর কি !

    দেশের কোন প্রান্ত থেকে প্রতিমা ভাঙ্গার গল্প শুরু করবো ঠিক বুঝে উঠতে পারছিনা, আচ্ছা উত্তর প্রান ... বিস্তারিত
    Views: 705 | Added by: Abimanyu | Date: 24-09-2011 | Comments (5)

    দিনাজপুরের বিরল ও বিরামপুর উপজেলায় দুর্বত্তরা দূর্গাপূজা মন্ডপে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর করেছে৷

    এঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে৷ প্রতিমা ভাংচুরের ঘটনায় হিন্দু সমপ্রদায়ের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে৷

    জানা গেছে গতকাল শুক্রবার ভোরে বিরল উপজেলার রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি পূজা মন্ডপে দুর্বত্তরা হামলা চালিয়ে দুর্গা, গণেশ ও লক্ষীমূর্তি ভাংচুর করে পালিয়ে যায়৷ সকালে এসংবাদ হিন্দু সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়লে ৰোভ দেখা দেয়৷

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম রাব্বী, বিরল থানা অফিসার্স ইনচার্জ আব্দুল কাদের জিলানীসহ উপজেলা নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন৷ পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে উপজেলার উত্তমপুর গ্রামের সবুজ (২৮) নামে এক যুবক ... বিস্তারিত
    Views: 643 | Added by: Abimanyu | Date: 24-09-2011 | Comments (6)

    খবরে প্রকাশ

    জাতিসংঘের সদস্যপদ লাভের জন্য ফিলিস্তিনকে সমর্থন দেওয়ার কথা জানিয়ে দিয়েছে ভারত। জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ভারত তাদের সমর্থনের বিষয়টি তুলে ধরবে। গত শুক্রবার ভারতের পররাষ্ট্রসচিব রঞ্জন মাথাই এ কথা জানান।
    রঞ্জন মাথাই বলেন, জাতিসংঘের সদস্যপদের জন্য ফিলিস্তিনের আবেদনে ভারত সমর্থন করবে। এ ছাড়া ১৯৮৮ সালের নভেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া রাষ্ট্রগুলোর মধ্যে ভারত ছিল অন্যতম।
    ভাতের দ্য হিন্দুর অনলাইনের খবরে বলা হয়, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ঘোষণার পর ভারতের পক্ষ থেকে সমর্থনের বিষয়টি জ ... বিস্তারিত
    Views: 651 | Added by: Abimanyu | Date: 24-09-2011 | Comments (1)

    ব্রক্ষ্ম পুরান পাঠে আমরা জানতে পারি মানুষ সৃষ্টি অভিপ্রায়ে সৃষ্টিকর্তা ব্রক্ষ্মা, ধর্ম, রুদ্র, মনু, সনক, ভৃগু প্রমূখ কয়েক জন মানস পুতের সৃষ্টি করেন। তার দক্ষিন অঙ্গুষ্ট থেকে উৎপত্তি হয়েছিল প্রজাপতি দক্ষের। দক্ষের কনিষ্টা কণ্যারূপে জন্মগ্রহণ করেছিলেন দেবী সতী যিনি পতিরূপে গ্রহণ করেছিলেন দেবাদিদেব মহাদেবকে। মহাদেবের প্রতি প্রজাপতি দক্ষ ছিলেন অত্যন্ত বিরূপ। এক সময়ে ভৃগু ঋষি এবং অদম্য প্রজাপতি কর্তৃক অনুষ্ঠিত মহাযজ্ঞ একমাত্র দেবাদিদেব শিব ও ব্রক্ষ্মা ছাড়া প্রজাপতি দক্ষের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করেছিলেন। প্রজাপতি দক্ষ রাজা শিবের প্রতি ক্রুদ্ধ হয়ে অভিসম্পাত করেছিলেন। অন্যান্য দেবতার মতো শিব দেবতার মতো যজ্ঞভাগের অধিকারী হবেন না। পরবর্তীতে প্রজাপতি দক্ষ রাজা হয়ে আনন্দ ও গর্বে বৃহস্পত ... বিস্তারিত
    Views: 1021 | Added by: নামহীন | Date: 24-09-2011 | Comments (2)

    "শারদীয়া দুর্গা পূজা" - ২০১১


    রথ, বিপদতারিনী পেরুল  মানেই  "ঢাকে পড়ল কাঠি"


            কোথায় কখন, কিভাবে দুর্গা পুজার সূচনা হয় তা সঠিক ভবে বলা মুশকিল। প্রাচীন কাল থেকেই প্রায় পাঁচ হাজার বছর আগে পাঞ্জাবের হরপ্পা ও সিন্ধুর মহেঞ্জোদারোতে দেবীর পূজা হতো। শ্রীকৃষ্ণ স্বয়ং দেবীর পূজা করেছেন। ইতিহাস থেকে যতটুকু জানা যায় তৎকালীন শ্রীহট্ট(বর্তমান বাংলাদেশের ... বিস্তারিত
    Views: 1623 | Added by: rajendra | Date: 24-09-2011 | Comments (2)

    ঈশ্বর কে ? ঈশ্বরকে ভগবান বলা হয় কেন ?

    ঈশ্বর সকল কিছুর স্রষ্টা ও শক্তিমান। তাঁর জন্ম নেই, মৃত্যু নেই। সব কিছুই তাঁর অধীন কিন্তু তিনি কোন কিছুরই অধীন নন। ঈশ্বরকে ঋষিগণ নানাভাবে উপলদ্ধি করার চেষ্টা করেছেন। কেউ ভাবেন তিনি ইন্দ্র, কেউ ভাবেন অগ্নি, কেউবা ভাবেন তিনি বরুণ প্রভৃতি দেবতাদের একজন। ঋষিগণ ধ্যান মগ্ন হয়ে উপলদ্ধি করলেন, তিনি বিশ্বের সৃষ্টিকর্তা। কিন্তু তার নাম কি ? তিনি কোথায় থাকেন ? একজন ঋষি উপলদ্ধি করলেন, তিনি এই জগতের স্রষ্টা। জোতির্ময় ও মহান। তিনি ব্রহ্ম।

    বহ্ম-

    ... বিস্তারিত
    Views: 772 | Added by: Koilas | Date: 24-09-2011 | Comments (3)