মুসলমানদের ভোট ব্যাংকের জন্য ভারতের রাজনীতিবিদরা আর কি করবে? - 24 September 2011 - হিন্দু ধর্ম ব্লগ - A Total Knowledge Of Hinduism, সনাতন ধর্ম
Hinduism Site
জাতিসংঘের সদস্যপদ লাভের জন্য ফিলিস্তিনকে সমর্থন দেওয়ার কথা জানিয়ে দিয়েছে ভারত। জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ভারত তাদের সমর্থনের বিষয়টি তুলে ধরবে। গত শুক্রবার ভারতের পররাষ্ট্রসচিব রঞ্জন মাথাই এ কথা জানান। রঞ্জন মাথাই বলেন, জাতিসংঘের সদস্যপদের জন্য ফিলিস্তিনের আবেদনে ভারত সমর্থন করবে। এ ছাড়া ১৯৮৮ সালের নভেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া রাষ্ট্রগুলোর মধ্যে ভারত ছিল অন্যতম। ভাতের দ্য হিন্দুর অনলাইনের খবরে বলা হয়, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ঘোষণার পর ভারতের পক্ষ থেকে সমর্থনের বিষয়টি জানানো হলো।
বাহ! হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতের রাজনীতিবিদরা। মুসলমানদের পা চেটে তাদের ভোটের জন্য আর কি করবেন আপনারা?
ভারতীয় মুসলমানরা ভারতকে দারুল হারব বা অবিশ্বাসীদের স্থান বলে। তারা একে ইসলামের ভূমি বা দারুল ইসলাম না করা পর্যন্ত থামবে না।
বাংলাদেশ ও পাকিস্তানে মুসলমানরা হিন্দুদের নিচ্চিহ্ন করে দিচ্ছে আপনারা কিছু করেছেন? আপনারা পদক্ষেপ নিয়েছেন?
পাকিস্তানের হিন্দুরা ২৮% থেকে ১% এ নেমে গেছে। আপনারা কিছু করেছেন বরং মুসলমানদের রাষ্ট্রপতি বানিয়েছেন।
মুসলমানরা হিন্দুদের উপর নির্যাতন করলেও আপনারা ভোট ব্যাংক এর ভয়ে চুপ করে বসেছিলেন।
১৯৪০ এর দিকে বেথেলহেম শহরে ৮০-৯০% খ্রিস্তিয়ান ছিল। ফিলিস্তিনি মুসলমানদের হাতে নির্যাতিত হতে হতে ফিলিস্তিনি ক্রিস্তিয়ানদের পরিমান আজ ১২% এ নেমে গেছে। বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতনের থেকেও এ ভয়াবহ। আর কংগ্রেস নেত্রী ক্রিস্টিয়ান সোনিয়া কিনা সেই দেশকেই সমর্থন করবেন?????
লাভ নাই বাংলাদেশী ও পাকিস্তানি এমনকি ভারতীয় মুসলমানদের কাছে ভারত একটি কাফের মুসরিক রাষ্ট্র হিসেবেই থাকবে। তারা একে ধ্বংস না করা পর্যন্ত থামবে না।