খুলনায় এবার ৭৫২টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হবে
শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে খুলনা জেলায় ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। এবার খুলনা মহানগর ও জেলায় ৭৫২টি মন্ডপ ও মন্দিরে দুর্গাপূজা পালিত হবে। শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালনের জন্য পুলিশ প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে । সংশ্লিষ্ট সুত্র জানায়, এ বছর খুলনা মহানগরীর ৬৫টি স্থানে নির্মিত মন্ডপে দুর্গা পূজা পালিত হবে। একই সাথে জেলার ৯টি উপজেলার ৬৮৭টি মন্ডপ ও মন্দিরে পূজার আয়োজন করা হচ্ছে। খুলনা মহানগরীর টুটপাড়া গাছতলা মন্দিরে এই প্রথমবারের মতো ১শ’ ১টি বিভিন্ন প্রতীমা আকর্ষণীয়ভাবে প্রতিস্থাপন করে জাকজমকভাবে দুর্গোৎসব পালন করা হবে। এ জন্য এই মন্দিরের আকর্ষণ বেড়েছে। এর পাশাপাশি নগরীর দোলখোলা শীতলাবাড়ি মন্দিরে ৫১টি প্রতীমা প্রতিস্থাপন করে দুর্গোৎসব পালিত হবে। পূজা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে খুলনা মেট্রোপলিন পুলিশ। দুর্গোৎসবের সময় প্রতিটি মন্ডপ ও মন্দিরে ১০ জন করে আনসার সদস্য আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবেন। পাশাপাশি বেশী গুরুত্বপূর্ণ মন্দির ও মন্ডপে ১ জন দারোগা ও ৫ জন কনষ্টেবল, অন্য গুরুত্বপূর্ণ মন্ডপে ১ জন দারোগা ও ৪ জন কনষ্টেবল এবং সাধারণ মন্ডপ ও মন্দিরে ১ জন দারেগা ও ৩ জন কনষ্টেবল আনসার সদস্যদের পাশাপাশি দায়িত্ব পালন করবেন। মন্দিরে নিরাপত্তা নিশ্চিত করতে মেটাল ডিটেক্টরের সাহায্যে দর্শনার্থীদের তল্ল¬াশী করা হবে। এছাড়া সাদা পোষাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য এবং র্যাব ও পুলিশের নিয়মিত টহল দল পূজা মন্ডপের আশপাশে সতর্ক নজরদারি অব্যাহত রাখবেন। শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য খুলনা মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি গোপীকিষাণ মুন্ধড়া নগরবাসীর সহযোগিতা কামনা করেছেন। জেলা প্রশাসন সুত্র জানায়, পাইকগাছা উপজেলায় ১২৭টি, পাইকগাছা পৌরসভায় ৫টি, ১নং হরিঢালী ইউনিয়নে ১৮টি, ২নং কপিলমুনি ইউনিয়নে ১৫টি, ৩নং লতা ইউনিয়নে ১২টি, ৪নং দেলুটি ইউনিয়নে ১২টি, ৫নং সোলাদানা ইউনিয়নে ১১টি, ৬নং লস্কর ইউনিয়নে ১৬টি, ৭নং গদাইপুর ইউনিয়নে ৪টি, ৮নং রাড়ুলী ইউনিয়নে ১৪টি, ৯নং চাঁদখালী ইউনিয়নে ১১টি এবং ১০নং গড়ইখালী ইউনিয়নে ৯টি পূজা মন্ডপে প্রতিমা নির্মাণ করা হয়েছে।