বর্তমানে আমরা হিন্দুরা সংখ্যালঘু। যদি ও একসময় আমাদের যথেষ্ট প্রভাব প্রতিপত্তি ছিল, কিন্তু তার সব ই এখন অতীত। বর্তমানে আমরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই হিমশিম খাচ্ছি। এর কারণ খুজতে গেলে অনেক কারণ ই আমরা খুজে পাব, কিন্তু বর্তমানে আমি যেটা প্রধান হিসেবে দেখি তা হচ্ছে নিজেদের ধর্ম সম্পর্কে আমাদের অজ্ঞতা ও unity এর অভাব। এভাবে যে আমরা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছি তা আমরা খেয়াল করছিনা। আমরা শুধু ভাবছি আমার তো কিছু হচ্ছেনা । আমি তো ভালো আছি, আমাকে তো কেও উত্যক্ত করছেনা। কিন্তু একটু সামগ্রিক ভাবে দেখতে গেলে দেখা যাবে আমরা ধীরে ধীরে নি:শেষ হয়ে যাচ্ছি । আমরা বুঝতে পারছি কিন্তু সবাই ভাবছি কেউ কিছু করছেনা কেন? এভাবে সবাই ভাবতে থাকলে আমাদের অস্তিত্ব হুমকিস্বরুপ। একজন মুসলমান ৫ ওয়াক্ত নামায পড়লে আমরা তাকে সাধুবাদ জানাই। তাদের নামাযের সময় আমরা গানবাজনা বন্ধ রাখি, কিন্তু নিজেদের বেলায় আমরা modern হয়ে যাই, ধর্ম আছে কিন্তু পালন করিনা আর নিজের ধর্ম পালন করা যেন একটা লজ্জার ব্যাপার হয়ে গেছে আমাদের কাছে। এর থেকে মুক্তি দরকার, কথায় কথায় অনেক হয়েছে।
শুরুর কথা বাংলাদেশে অন্যতম প্রতিষ্ঠিত ব্লগ হচ্ছে www.somewhereinblog.net এখানে অনেক দিন দেখেছি হিন্দু ধর্ম নিয়ে অনেকেই নিজের মনগড়া কথা বলে যায়, কিন্তু সত্য ঘটনা বা তথ্য দেওয়ার মানুষ হাতে গোনা দুই একজন ছিল। অনেক খারাপ লাগত, আমি ও যে খুব জানি তা না কিন্তু তবু ও চেষ্টা করতাম যতটুকু জানি তা সবাইকে জানাতে। হিন্দু ধর্মের মূল কথা নিয়ে সিরিজ আকারে একটা লেখা শুরু করি, সেখানে আমার সাপোর্টে আসেন রাজেন্দ্র দাদা। মাঝে মাঝে ফেসবুকে কথা হতো, একদিন হঠাৎ করে তার সাথে দেখা করি, দেখলাম হিন্দু ধর্ম নিয়ে তার আর আমার চিন্তা ভাবনা অনেক মিল। উনার বাসায় গেলাম, কম্পিউটারে কাজ করতে করতে হঠাৎ মনে হলো সাধারণ ভাবে হলেও একটা হিন্দু ধর্ম নিয়ে সাইট তৈরী করি। যেহেতু এই ব্যাপারে পূর্ব অভিজ্ঞতা তেমন নাই, আমার কিছু free domain এর সাইট ছিল সেই অভিজ্ঞতা দিয়েই তৈরী করি আমাদের সাইট www.hinduismsite.ucoz.com । যেহেতু প্রোগ্রামিং এর কাজ কিছুই করতে পারতামনা তাই নিজস্ব ডোমেইন বা হোস্টিং নেওয়ার সাহস করিনি। সর্বোপরি আমরা ধারনা করিনি আমাদের সাইটের প্রতি সবাই এত আগ্রহী হবে। ৩ মাসের মাঝে আমাদের সাইটে মোট হিট ১৫,০০০ এর উপরে। যা এমন একটা বিষয়ে তৈরী সাইটে কল্পনার মতো। বর্তমানে হিন্দু ধর্ম নিয়ে জ্ঞান রাখে এমন অনেকেই আমাদের সাইটে নিয়মিত লিখছে। অবশ্যই হিন্দু ধর্মে বিভিন্ন পথ আছে তাই সবার মতাদর্শ একরকম হবেনা। যেমন রতন দাদা ইস্কন মতবাদ নিয়ে লিখছেন পাশাপাশি ধর্মযুদ্ধ দাদা বেদ কে নির্ভর করে দারুন কিছু লেখা লিখছেন নিয়মিত। তবে আমাদের উদ্দেশ্য ই হচ্ছে সব পথের সঠিক বিশ্লেষণ। যার যেটা ভালো লাগে তাই করবে।
সভার কথা সাইট তৈরী হয়েছে, নিয়মিত ১৫০ - ২০০+ হিট আসছে সাইটে, সদস্য সংখ্যা ৬০+ হয়েছে কিন্তু একটা বিষয়ে অপ্রাপ্তি যেন সব সময় ই মনে হয়েছে, সেটা হচ্ছে unity আমরা চাচ্ছিলাম আমাদের সাইট টি যেহেুতু বাংলা ভাষাতে হিন্দু ধর্ম নিয়ে তৈরী করা সর্বাধিক প্রচারিত সাইট, তাই আমরা চাচ্ছিলাম এপার বাংলাতে আমরা যারা আছি তাদের সাথে সাথে ওপার বাংলার হিন্দু ধর্ম অনুরাগীরা সম্পূর্ণভাবে মিলিত হবে। যেভাবে চাচ্ছিলাম সেটা অতটা পূরণ হচ্ছেনা তবে অবশ্যই হবে সেই আশায় কাজ করে যাচ্ছি আমরা। তারই উদ্দেশ্যে অনেকদিন ধরে অনুভব করছিলাম আমাদের মাঝে একটা ধর্মসভা করার প্রয়োজনীয়তার কথা। অন্তত সাইট নিয়ে আমাদের উদ্দেশ্যটুকু সবার সাথে শেয়ার করতে পারবো, ধর্ম বিষয়ে সবার মনোভাব জানতে পারবো নতুন অনেক কিছু শিখতে পারবো। গীতায় ঈশ্বর বলেছেন "আমি যোগীদের হৃদয়ে থাকিনা, সাধুদের ক্ষেত্রে ও না তবে যেখানে ভক্তগণ আমার নামগান করে সেখানেই থাকি" । তাই কেন আমরা সেই সুযোগ টুকু হেলায় ফেলায় হারাবো ? আশা করবো সামনে যার যতটুকু জ্ঞান ও সামর্থ্য আছে তা দিয়ে সাইটের উন্নয়নে কাজ করবেন। কেননা সাইট তৈরী করে তা আমরা কুক্ষিগত করে রাখিনি, ধর্মানুরাগী সকলের উদ্দেশ্যে সাইট টিকে উৎসর্গ করেছি। আমরা এর কর্মচারী হিসেবে শুধু কাজ করে যাচ্ছি মাত্র।
সবার শেষে আগামী ৩০-০৯-২০১১ তারিখ শুক্রবার সকাল ১১ টার সময়ে আমরা আমাদের ধর্মসভা করার সিদ্ধান্ত গ্রহন করেছি, স্থান হচ্ছে ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গন। যারা আমাদের এই মহৎ উদ্যোগের সাথে একাত্বতা প্রকাশ করবেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি । যারা পারছেন না আসতে তাদের প্রতি ও শুভকামনা রইলো। তবু এটুকুই অনুরোধ নিজ ধর্মটাকে একটু প্রচারের স্বার্থে কাজ করুন । আমাদের সবার সল্প প্রয়াস ই একসময় বিশাল কর্মযজ্ঞ হিসেবে দেখা দিবে। তখন নিজেকে অনেক স্বার্থক বলে মনে হবে। যারা আসতে আগ্রহী তারা নিন্মের মেইল এড্রেস এ মেইল করে নাম, ঠিকানা ও মোবাইল নং দেওয়ার জন্য বিনীত আহ্বান করছি। কেননা স্থান পরিবর্তন হতে পারে, মেইল এড্রেস: hinduismsite01@gmail.com অথবা pongkoj32@gmail.com সব শেষে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও একটি সফল ধর্মসভার প্রার্থনা নিয়ে বিদায় নিচ্ছি।
|