হিন্দু ধর্ম ব্লগ
Main »
2011 » September » 28 » পাবনায় দুর্গাপূজায় বোমা হামলার হুমকি
Added by:
Abimanyu
4:36 PM পাবনায় দুর্গাপূজায় বোমা হামলার হুমকি |
পাবনায় দুর্গাপূজা উৎসবে কয়েকটি মন্দির বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ডাকযোগে পাঠানো একটি চিঠিতে অজ্ঞাত দুর্বৃত্তরা এই হুমকি দেয়।
চিঠিতে পাবনার সৎসঙ্গ আশ্রম, মদন মোহন জিউ বিগ্রোহ মন্দির, জয়কালী বাড়ি মন্দির, ভাঙ্গা কালিবাড়ি মন্দির বোমা মেরে উড়িয়ে দেয়া হবে এবং হিন্দুদের পূজা করতে দেয়া হবেনা বলে সতর্ক করে দেওয়া হয়।
এ ঘটনায় সৎসঙ্গ অনুকুল চন্দ্র ঠাকুর আশ্রমের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ সরকার মঙ্গলবার দুপুরে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
এব্যাপারে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় জ্যোতি কুণ্ডু জানান, এ ধরণের একটি চিঠি হিন্দু সম্প্রদায়ের জন্য হুমকি স্বরূপ। বিষয়টি নিয়ে সবাই আতংকিত।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত উদ্দিন বাংলানিউজকে জানান, জিডি হওয়ার পর পুলিশ সতর্ক অবস্থায় আছে।
চিঠির উৎস সম্পর্কে খোঁজ-খবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
পাবনা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বাংলানিউজকে জানান, চিঠিতে হুমকির ঘটনা জানার পর পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।
জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান জানান, চিঠির মাধ্যমে সবার মাঝে ভয়-ভীতি ও আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে।
|
Views: 743 |
Added by: Abimanyu
| Rating: 0.0/0 |