Friday
19-04-2024
6:25 AM
Login form
Search
Calendar
Entries archive
Tag Board
300
Site friends
  • Create a free website
  • Online Desktop
  • Free Online Games
  • Video Tutorials
  • All HTML Tags
  • Browser Kits
  • Statistics

    Total online: 1
    Guests: 1
    Users: 0

    My site

    হিন্দু ধর্ম ব্লগ

    Main » 2011 » September » 19
    জয়পুরহাটের বিজিবি সদস্যরা নওগাঁ জেলার ধামুইরহাটের মাহিসন্তোষ সীমান্ত এলাকা থেকে প্রায় তিন কোটি টাকা মূল্যের ২৯২ কেজি ওজনের একটি মূল্যবান কষ্টি পাথর উদ্ধার করেছে।

    জয়পুরহাট-৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসান জানান, একটি বিশাল আকৃতির কষ্টিপাথর ওই সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়ে যাচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে অভিযান চালিয়ে এ পাথরটি উদ্ধার করা হয়।


    বাংলাদেশ জুয়েলারি সমিতি জয়পুরহাটে পরীক্ষার পর এটি কষ্টিপাথর নিশ্চিত হওয়া গেছে। বিশাল আকৃতির এ পাথরটি পাচারকারীরা ওই সীমান্ত এলাকার ধানক্ষেতের মধ্যে লুকিয়ে রেখেছিল।


    কষ্টিপাথরের গায়ে ব ... বিস্তারিত
    Views: 909 | Added by: rajendra | Date: 19-09-2011 | Comments (3)

    এবার অনলাইনেও দুর্গাপূজার অঞ্জলি দেওয়া যাবে। হ্যাঁ তা-ই হতে চলেছে কলকাতায়। প্রবাসী ভারতীয়রা তাদের পছন্দের মণ্ডপের দেবী দুর্গাকে এবার অনলাইনে অঞ্জলি দিতে পারবেন।
    এতদিন ফোনের বিল দেওয়া, ট্রেন ও বিমানের টিকিট, হোটেল বুকিং, শপিং ইত্যাদি অনলাইনে করা যেত। এবার অনলাইনে সংযুক্ত হলো পূজার অঞ্জলি প্রদান। কলকাতায় এই উদ্যোগ নিয়েছে গুপ্তপ্রেস পঞ্জিকা।
    গুপ্তপ্রেস পঞ্জিকার কর্ণধার অরিজিৎ রায় চৌধুরী বলেন, প্রবাসী ভারতীয়রা বারবার অনলাইনে তাদের পছন্দের মণ্ডপে অঞ্জলি দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। তাই এবারই প্রথম তারা অনলাইনে অঞ্জলি দেওয়ার উদ্যোগ নিয়েছেন।
    এরই মধ্যে যুক্তরাষ্ট্র, অষ্ট্রেলিয়া, ইংল্যান্ড, দুবাই প্রভৃতি দেশের বিপুলসংখ্যক প্রবাসী ভারতীয় তাদের নাম নথিভুক্ত করেছেন। এ লক্ষ্যে ... বিস্তারিত
    Views: 673 | Added by: নামহীন | Date: 19-09-2011 | Comments (2)

    অন্য জন্ম জন্মান্তর। আর এই জন্মান্তর সমন্ধে যে দার্শনিক চিন্তা ভাবনা করে তাকে বলে জন্মান্তরবাদ।
    শ্রীমদ্ভগবদ্গীতায় অর্জুনকে উদ্দেশ্য করে ভগবান শ্রী কৃষ্ণের উক্তিটি প্রণিধানযোগ্য-

    বহুনি মে ব্যতীতানি জন্মনি তব চার্জুন।
    তান্যহং বেদ সর্বাণি ন ত্বং বেথু পরন্তপ ।।

    অর্থাৎ যে অর্জুন তোমার আমার বহুবার জন্ম হয়েছে। সে কথা তোমার মনে নেই, সবই আমার মনে আছে। এই বক্তব্যর মধ্য দিয়ে শ্রীকৃষ্ণ যে অর্জুনের সখা এবং তাঁর রথের সারথি এ সত্য অতিক্রম করে আর একটি পরম সত্য প্রকাশিত হয়েছে, তা হল তিনি সর্বজ্ঞ, পরেমেশ্বর। তিনি ... বিস্তারিত
    Views: 1416 | Added by: Koilas | Date: 19-09-2011 | Comments (4)

    সপ্তম পরিচ্ছেদ
    ১৮৮২, ২২শে অক্টোবর

    ঠাকুর অনন্ত ও অনন্ত ঈশ্বর — সকলই পন্থা — শ্রীবৃন্দাবন-দর্শন

    জ্ঞানীর মতে অসংখ্য অবতার — কুটীচক — তীর্থ কেন

    শ্রীরামকৃষ্ণ — জ্ঞানীরা নিরাকার চিন্তা করে। তারা অবতার মানে না। অর্জুন শ্রীকৃষ্ণকে স্তব করছেন, তুমি পূর্ণব্রহ্ম; কৃষ্ণ অর্জুনকে বললেন, আমি পূর্ণব্রহ্ম কি না দেখবে এস। এই বলে একটা জায়গায় নিয়ে গিয়ে বললেন, তুমি কি দেখছ? অর্জুন বললে, আমি এক বৃহৎ গাছ দেখছি, — তাতে থোলো থোলো কালো জামের মতো ফল ফলে রয়েছে। কৃষ্ণ বললেন, আরও কাছে এস দেখ দেখি ও থোলো থোলো ফল নয় — থোলো থোলো কৃষ্ণ অসংখ্য ফলে রয়েছে — আমার মতো। অর্থাৎ সেই পূর্ণব্রহ্মরূপ থেকে অসংখ্য অবতার হচ্ছে যাচ্ছে।

    “কবীর দাসের নিরাকারের উপর খুব ঝোঁক ছিল ... বিস্তারিত
    Views: 716 | Added by: নামহীন | Date: 19-09-2011 | Comments (1)