এবার অনলাইনেও দুর্গাপূজার অঞ্জলি দেওয়া যাবে। হ্যাঁ তা-ই হতে চলেছে কলকাতায়। প্রবাসী ভারতীয়রা তাদের পছন্দের মণ্ডপের দেবী দুর্গাকে এবার অনলাইনে অঞ্জলি দিতে পারবেন। এতদিন ফোনের বিল দেওয়া, ট্রেন ও বিমানের টিকিট, হোটেল বুকিং, শপিং ইত্যাদি অনলাইনে করা যেত। এবার অনলাইনে সংযুক্ত হলো পূজার অঞ্জলি প্রদান। কলকাতায় এই উদ্যোগ নিয়েছে গুপ্তপ্রেস পঞ্জিকা। গুপ্তপ্রেস পঞ্জিকার কর্ণধার অরিজিৎ রায় চৌধুরী বলেন, প্রবাসী ভারতীয়রা বারবার অনলাইনে তাদের পছন্দের মণ্ডপে অঞ্জলি দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। তাই এবারই প্রথম তারা অনলাইনে অঞ্জলি দেওয়ার উদ্যোগ নিয়েছেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, অষ্ট্রেলিয়া, ইংল্যান্ড, দুবাই প্রভৃতি দেশের বিপুলসংখ্যক প্রবাসী ভারতীয় তাদের নাম নথিভুক্ত করেছেন। এ লক্ষ্যে তারা কলকাতার নামিদামি ও বনেদিপূজার একটি তালিকা প্রস্তুত করেছেন। ওই তালিকায় থাকা পছন্দের যে কোনো পূজামণ্ডপে দেবীদুর্গার চরণে অনলাইনে অঞ্জলি দিতে পারবেন। এ জন্য নূ্যনতম ১০ মার্কিন ডলার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আগ্রহীরা 'বেঙ্গলি দুর্গাপূজা ডট কম' এই ওয়েবসাইটের মাধ্যমে কিংবা কলকাতার অফিসে গিয়েও তাদের নাম নথিভুক্ত করতে পারেন। এরপরই গুপ্তপ্রেস পঞ্জিকা গোষ্ঠীর নিয়োজিত পুরোহিত মন্দিরে গিয়ে অনলাইনে অঞ্জলি দেবেন ওই ব্যক্তির নামে। তার অঞ্জলি দেওয়ার ছবিও পাঠিয়ে দেওয়া হবে ওই ব্যক্তির কাছে। দীপক দেবনাথ, কলকাতা