নওগাঁর ধামইরহাট থেকে ২৯২ কেজি ওজনের কষ্টিপাথর উদ্ধার
জয়পুরহাটের বিজিবি সদস্যরা নওগাঁ জেলার ধামুইরহাটের মাহিসন্তোষ সীমান্ত
এলাকা থেকে প্রায় তিন কোটি টাকা মূল্যের ২৯২ কেজি ওজনের একটি মূল্যবান
কষ্টি পাথর উদ্ধার করেছে।
জয়পুরহাট-৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসান জানান, একটি বিশাল
আকৃতির কষ্টিপাথর ওই সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়ে যাচ্ছে, এমন গোপন
সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে অভিযান চালিয়ে এ পাথরটি উদ্ধার করা হয়।
বাংলাদেশ জুয়েলারি সমিতি জয়পুরহাটে পরীক্ষার পর এটি কষ্টিপাথর নিশ্চিত হওয়া
গেছে। বিশাল আকৃতির এ পাথরটি পাচারকারীরা ওই সীমান্ত এলাকার ধানক্ষেতের
মধ্যে লুকিয়ে রেখেছিল।
কষ্টিপাথরের গায়ে বিভিন্ন জীবজন্তুর ছবি ও প্রাচীন লিপি রয়েছে। ধারণা করা হচ্ছে, এ পাথরটির মূল্য কয়েক কোটি টাকা।
হয়ত কোন এক হিন্দু মন্দিরের থেকে চুরি করে আনা
হয়ত কোন মন্দির মুসলমান রা ভেঙ্গে এই পাথর সরিয়েছে
হয়ত কোন এক প্রতিমা ভেঙ্গে ভারতে পাচার করতে চাইছে ওরা
ভাই ঘটনাটা খারাপ। আপনি এইটা শেয়ার করসেন এই জন্য ধন্যবাদ। কিন্তু আপনি ক্যামনে জানলেন যে এইটা কোন মুসলমান মন্দির ভেঙ্গে সরিয়েছে। ভাই কোন বিষয়ে কাওকে attack করার আগে আপনার জানা তথ্য সম্পর্কে নিশ্চিত হয়ে নেন। তারপর কোথা হইতে সেই তথ্য পাইসেন তার উদ্রিতি ও প্রমান দিয়ে কোন ধর্মীও সম্প্রদায় কে দোষ দেন, আসা করি তকন কেও কিছু বলবে না।