যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেন সংস্থিতা। নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ\’ দেবী পূজার মূল উত্স হচ্ছে সনাতন ধর্মের আদি শাস্ত্র বেদ। অভৃশ্য ঋষির কন্যা ব্রহ্মবাদিনী বাক সর্বপ্রথম তার অতীন্দ্র ধ্যাননেত্রে আবিষ্কার করেন দেবীসূক্ত। এই দেবীসূক্তই হচ্ছে মাতৃবন্দনার মঙ্গলসূত্র। যুগন্নিয়ন্ত্রী মহাশক্তি শুধু পুরুষ দেবতারূপে আমাদের পূজার পাত্র হননি, স্ত্রী দেবীর মাধ্যমেও মহাশক্তিকে আরাধনা করা হচ্ছে যুগে যুগে। শরতের শারদীয় উত্সব। শারদীয় উত্সব মানেই দুর্গাপূজা। মাতৃরূপে, পিতৃরূপে, শক্তিরূপে, শান্তিরূপে, বিদ্যারূপে আবির্ভূতা এক মহাশক্তি। তিনি সম্মিলিত দেবশক্তির প
... বিস্তারিত
স্কুলছাত্রী পূর্ণিমা সমাদ্দার (১৪) অপহরণ, ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার বেলা একটার দিকে খুলনার দ্রুত বিচার (ট্রাইব্যুনাল) আদালতের বিচারক সেকান্দার আলী এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৪ আগস্ট অষ্টম শ্রেণীর ছাত্রী পূর্ণিমা সমাদ্দার স্কুলে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে আসামিরা তাকে ধরে একটি পাটখেতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঘোষিয়াল গ্রামে এ ঘটনা ঘটে। সে সময় পূর্ণিমার চিত্কারে আসামিরা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে। আসামিদের মধ্যে দুজন তার হাত-পা ধরে রাখে এবং আরেকজন ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। পূর্ণিমার বাবা ওই ঘটনায় বাদী হয়ে শ্রীপুর থানায় কারও নাম উল্লে¬খ না
... বিস্তারিত