‘সরকার সংবিধান থেকে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস তুলে দিয়েছে’ বলে স্মরণ করিয়ে দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘তারা (সরকার) এখন দেব-দেবীতে বিশ্বাস করে। এরই মধ্যে তারা পূজাপার্বনও শুরু করে দিয়েছে। কিন্তু আমরা আল্লাহর ওপর ঈমান রেখে দেশের মানুষের মঙ্গল ও কল্যাণে কাজ করতে চাই।’
সোমবার দুপুরের পর নরসিংদীর ইটাখোলায় পূর্ব নির্ধারিত রোডমার্চ রুটের দ্বিতীয় পথসভায় ভাষণ দানকালে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়ার এই মনোভাব নতুন নয়। এই সাম্প্রদায়িক দানব ১৯৯৬ সালে বলেছিলেন, হাসিনা জিতলে মসজিদে মসজিদে উলু দেয়া হবে। তিনি ভেবেছিলেন উলু বোধ হয় হিন্দুরা দেয়। এটা যে মুসলমানরা দেয় তার জানাই ছিল না। সৌদি রাজ পরিবারের বিয়েতেও শুনেছি বর এলে উলুধ্বনি দিয়ে অভ্যর্থন
... বিস্তারিত
চট্টগ্রাম শহরে যে সব পুজা দেখতে মানুষের ঢল নামে তার মাঝে একটা মন্ডপ হল হাজারী লেইন এর পুজা। এখানে প্রতি বছর নানা রকম থিম এ পুজা হয়। এই বছর দেবীর মন্ডপ বানানো হয়েছিল সমুদ্রের তলদেশে। দুইজন ডুবুরী দেবীকে দেখে ঘুরে ঘুরে। এর মাঝেই এক হাঙ্গর আক্রমন করে এক ডুবুরীকে। ইলেকট্রিক এনিমেশান এর মাধ্যমে দেখানো হয়েছিল এই দৃশ্য। আসুন দেখে নেই মণ্ডপের কিছু ছবি।