ধন্যবাদ দিদি শেয়ার করার জন্য। ধনসম্পদ ও ঐশ্বর্যের দেবী লক্ষ্মীর আরাধনা আজ। ঐশ্বর্যের এ দেবীর আরাধনায় হিন্দু ধর্মালম্বীরা লক্ষ্মী পূজা করে থাকেন। সনাতন হিন্দু ধর্মালম্বীদের বিশ্বাস পূর্ণিমার দিন দেবী নিশিথ রাতে প্রতিটি মানুষের গৃহে খোঁজ নিয়ে থাকেন। প্রাচীন কাল থেকেই রাজা-মহারাজা, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ গৃহস্থ পর্যন্ত দেবীকে পুজা দিয়ে আসছেন। সোমবার সন্ধ্যার পর পরই দেশের সনাতন হিন্দু ধর্মালম্বীরা ঘটা করে লক্ষ্মী পুজা শুরু করেন। সামর্থবানরা প্রতীমা গড়ে পুজা করছেন। যাদের সামর্থ নেই তারা প্রতীমা ব্যতিত শুধুমাত্র ঘটস্থাপন বা লক্ষ্মীর ছবি সামনে রেখেই পুজা দেবেন ধনসম্পদ লাভের আশায়।
দিদির পোষ্ট টা যেমন সুন্দর হয়েছে তেমনি কৈলাস দাদার কমেন্ট একবারে সোনায় সোহাগা। দারুন লাগছে। তবে এবার আমাদের বাড়িত পূজা হচ্ছেনা। এক বড় ভাইয়ের ছেলে হয়েছে তাতে পূজা বন্ধ। বাড়িতে অনেক বলে ও বুঝাতে পারলামনা যে এটা বাড়ির দেবতা তাই এই পূজা করতে সমস্যা নাই। কিন্তু হলোনা। এমনিতে প্রতিদিন পুজা দিচ্ছে কিন্তু মূর্তি বা সড়াতে পুজা দেবেনা। অদ্ভুত নিয়ম। অদ্ভুত