ঈশ্বর যে দেবতা সৃষ্টিকে পালন করেন, তার নাম বিষ্ণু। বিশ্বকে প্রকাশ করে বিরাজ করেন বলে তার নাম বিষ্ণু বেদে বিষ্ণু দেবতার উল্লেখ আছে। বেদে বলা হয়েছে, বিষ্ণু পার্থিব লোক পরিমাপ করেছেন। বিশাল তার শরীর, তিনি চিরতরুণ। পুরাণে বলা হয়েছে, বিষ্ণু সৃষ্টির পালক। ব্রহ্মা, বিষ্ণু ও শিব পৌরাণিক দেবতাদের মধ্যে প্রধান। এ তিনজন প্রধান দেবতাকে একত্র ‘ত্রিমূর্তি’ বা ‘ত্রিনাথ বলা হয় সুতরাং বিষ্ণু এই ত্রিমূর্তির অন্যতম। বিষ্ণুর অনেক নাম। যেমন, নারায়ণ, কৃষ্ণ, গোবিন্দ ত্রিবিক্রম ইত্যাদী।
জন ডালটনের আনবিক তত্ত্ব নিশ্চয়ই ক্লাস নাইন টেনের রসায়ন বইতে পড়েছেন। সেখানে যে আনবিক তত্ত্ব দেয়া আছে সেটাই আচার্য কনাদ দেন যিশু খৃষ্টের ও জন্মের ৬০০ বছর আগে।
বৈষয়িক দর্শন নামে একটি গ্রন্থ রচনা করেন তিনি
... বিস্তারিত
কাশ্মীরে হিন্দুরা আজ মুসলমান সন্ত্রাসীদের হাতে নির্যাতিত। ১৯৮৯ সাল পর্যন্ত এই উপত্যকা ছিল শান্ত। পাকিস্তানের মদদে সেখানকার মুসলিমরা হিন্দুদের উপর হামলা শুরু করে। ৪ লাখ হিন্দু উপত্যকা ছেড়ে চলে যায়। যারা যায় নি তারা মুসলিমদের হাতে গণহত্যার শিকার হয়।
১৯৯০ এর ১৯ থেকে ২১ জানুয়ারী কাশ্মিরের প্রতিটি মসজিদ থেকে মাইকে বাজানো হয়ঃ
হিন্দুরা হয় মুসলিম হও নতুবা কাশ্মির ছাড়। আমরা হিন্দু নারী ও পাকিস্তান চাই।