ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার মান্দারতলা গ্রামে বুধবার গভীর রাতে গণধর্ষণের শিকার হয়েছেন এক নামযজ্ঞশিল্পী।
এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় ৩ ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা
হচ্ছে হরিনাকুন্ডু উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের পেশকার আলী ম-লের ছেলে
মোস্তফা, একই গ্রামের রুস্তম আলী ম-লের ছেলে লিটন ও মানিকের ছেলে রাজন।
হরিনাকুন্ডু
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বাংলানিউজকে জানান,
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বাসিন্দা ওই শিল্পী হরিনাকুন্ডু শহরের
চিথলীয়াপাড়ায় নামযজ্ঞ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বুধবার রাতে ঝিনাইদহ শহরে
নামেন।
রাতে তিনি যাত্রী পরিবহন আলমসাধুযোগে হরিনাকুন্ডুর উদ্দেশে
রাওনা হন। আলমসাধুটি মান্দারতলা এলাকায় পৌঁছুলে ৬/৭ জন বখাটে চালককে
ভয়ভীতি দেখিয়ে
... বিস্তারিত
ঈশ্বর যে দেবতা রূপে ধ্বংস করেন, তার নাম শিব। প্রকৃত পক্ষে শিব মঙ্গলের দেবতা। মঙ্গলের জন্যই তিনি ধ্বংস করেন।
বেদে সরাসরি শিবের উল্লেখ না থাকলেও শিবের অনুরূপ একজন দেবতার উল্লেখ আছে, তার নাম রুদ্র। রুদ্র শত্রুপক্ষের বীরদের বিনাশ করেন, তিনি রোগ-ব্যাধি দূর করেন। তাকে শ্রেষ্ঠ চিকিৎসক বলা হয়েছে। পুরাণে শিবকে মহাদেব বলা হয়েছে। শিব ত্রিমূর্তির অন্যতম। লৌকিক দেবতারূপে শিবের পূজা প্রচলিত আছে।