হিন্দু ধর্ম ব্লগ
Main »
2011 » October » 4 » হিন্দু ছাত্রীকে হত্যা মামলায় তিন জনের ফাঁসি
Added by:
Abimanyu
6:15 AM হিন্দু ছাত্রীকে হত্যা মামলায় তিন জনের ফাঁসি |
স্কুলছাত্রী পূর্ণিমা সমাদ্দার (১৪) অপহরণ, ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার বেলা একটার দিকে খুলনার দ্রুত বিচার (ট্রাইব্যুনাল) আদালতের বিচারক সেকান্দার আলী এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৪ আগস্ট অষ্টম শ্রেণীর ছাত্রী পূর্ণিমা সমাদ্দার স্কুলে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে আসামিরা তাকে ধরে একটি পাটখেতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঘোষিয়াল গ্রামে এ ঘটনা ঘটে। সে সময় পূর্ণিমার চিত্কারে আসামিরা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে। আসামিদের মধ্যে দুজন তার হাত-পা ধরে রাখে এবং আরেকজন ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। পূর্ণিমার বাবা ওই ঘটনায় বাদী হয়ে শ্রীপুর থানায় কারও নাম উল্লে¬খ না করে মামলা করেন। থানার উপপরিদর্শক ইলিয়াস হোসেন ওই বছর ২৭ সেপ্টেম্বর মাগুরা আদালতে ঘোষিয়াল গ্রামের ইউসুফ জোয়ার্দার (২২), জিল্লুর রহমান (২৩) ও আক্কাস আলীকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন। তাঁদের মধ্যে ইউসুফ জোয়ার্দার ও জিল্লুর রহমান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২০১১ সালের ২৭ ফেব্রুয়ারি মামলাটি বিচারের জন্য মাগুরা আদালত থেকে খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় পৃথক পৃথক ধারায় সাজার আদেশ দেওয়া হয়। আসামিদের অপহরণের অভিযোগে যাবজ্জীবন, ধর্ষণ চেষ্টার অভিযোগে ১০ বছরের কারাদণ্ড ও তাকে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দ্রুত বিচার আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এনামুল হক বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁদের উপস্থিতিতে শাস্তি দিয়েছেন।
|
Views: 980 |
Added by: Abimanyu
| Rating: 0.0/0 |