ব্রত অর্থে কোন কিছুকে উপলক্ষ্য করিয়া যে নিয়মাদি পালন এবং কোন কারণেই সেই নিয়ম লংঘন না করা হয় সেই অপিতত নিয়মকেই ব্রত বলে। এক সময় মহর্ষি জৈমিনি ঋষি নিজ গুরুদেবকে জিজ্ঞাসা করলেন “হে গুরুদেব একাদশীর জন্ম কখন হয়েছিল এবং তার জন্মের উৎসই বা কি? একাদশীর দিন উপবাস পালনের বিধি বা কি? দয়া করে এই ব্রত পালনে কি লাভ এবং কখন এই ব্রত উদযাপন করতে হবে, তা বর্ণনা করুন। শ্রী একাদশীর অধিষ্ঠাত্রী
... বিস্তারিত
পরিমল জয়ধর একজন হিন্দু ধর্মাবলম্বী বলে তার উপর দিয়ে বর্তমান সরকারের ধর্মনিরপেক্ষতা পুনঃপ্রতিষ্ঠার উপর এইভাবে সুকৌশলে অভিযোগ তোলা হচ্ছে, যাতে সরকারকে নাজেহাল করা যায় ।.
পরিমল জয়ধর তো মাত্র একজন ধর্ষণকারী, অথচ অজস্র ধর্ষণকারী শিক্ষক যে মুসলিম সেই নরপশুদের বিরুদ্ধে কেন মানববন্ধনের শো-বিজনেস হবেনা? উল্লেখ্য, ভিকারুন্নেসার অনেক মেয়ে অতিরিক্ত সেজেগুঁজে মানববন্ধনে এসেছিলো, পরিমল জয়ধরের বিচার দাবীতেই কি তাদের বেশি ঝোঁক ছিলো নাকি ব্যক্তিগত সাজুগুজু রুপচর্চা আর শোঅফ-ই ছিলো প্রধান উদ্দেশ্য? ... মুসলিম ধর্ষক শিক্ষকদের কয়েকটি রিপোর্ট দেখি চলুন -
যার অর্থ // লা ইলাহা পাঠ করিলে পাঠ মোচন হবে একমাত্র ইলাহা ছাড়া পুজনীয় কোন স্বত্তা নেই বৈকূণ্ঠে (স্বর্গে) প্রবেশের অভিলাস যদি থাকে তাহলে মুহাম্মদ প্রর্দশিত পথই অন স্বরনীয়।
জানিনা এটা শ্রী সুশান্ত ভট্যাচার্যবাবু কোথায় পেয়েছেন- তবে আমি বলবো
বেদ নিশ্চয়ই মুহাম্মদের জন্মের আগে লেখা। আর কোরআন নিশ্চয়ই বেদের পরে লেখা। এ পর্য
... বিস্তারিত
আজ বিজয়া, রবিবার, ২২শে অক্টোবর, ১৮৮২ খ্রীষ্টাব্দ, আশ্বিন শুক্লা দশমী তিথি (৬ই কার্তিক, ১২৮৯)। আজকাল রাখাল ঠাকুরের কাছে আছেন। নরেন্দ্র, ভবনাথ মাঝে মাঝে যাতায়াত করেন। ঠাকুরের সঙ্গে তাঁহার ভ্রাতুষ্পুত্র শ্রীযুক্ত রামলাল ও হাজরা মহাশয় বাস করিতেছেন। রাম, মনোমহন, সুরেশ, মাস্টার, বলরাম ইঁহারাও প্রায় প্রতি সপ্তাহে — ঠাকুরকে দর্শন করিয়া যান। বাবুরাম সবে দু-একবার দর্শন করিয়াছেন।