Saturday
23-11-2024
10:27 PM
Login form
Search
Calendar
Entries archive
Tag Board
300
Site friends
  • Create a free website
  • Online Desktop
  • Free Online Games
  • Video Tutorials
  • All HTML Tags
  • Browser Kits
  • Statistics

    Total online: 13
    Guests: 13
    Users: 0

    My site

    হিন্দু ধর্ম ব্লগ

    Main » 2011 » September » 13
    চট্টগ্রামের বাঁশখালীতে একই পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় উপজেলা বিএনপি'র সহ-সভাপতি আমিনুুর রহমান চৌধুরী ওরফে আমিন চেয়ারম্যানসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

    সোমবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিকাশ কুমার সাহার আদালতে অভিযোগ গঠন করা হয়।

    ২০০৩ সালের ১৮ নভেম্বর গভীর রাতে বাঁশখালীর সাধপুরের শীল পাড়ার তেজেন্দ্র শীলের দ্বিতল মাটির ঘরে তালা দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে চার দিনের নবজাতকসহ ওই পরিবারের ১১ জন ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

    বেঁচে যাওয়া একমাত্র সদস্য ডা. বিমল চন্দ্র শীল বাদী হয়ে ওই ঘটনায় হত্যা মামলা দায়ের করেন।

    রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জেলা পিপি আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বি ... বিস্তারিত
    Views: 779 | Added by: DharmaJuddha | Date: 13-09-2011 | Comments (2)

    দুর্গাপূজা উপলক্ষে দেশের পুজামণ্ডপগুলোর জন্য ১২ হাজার ৫৮৬ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। গড়ে ৫০০ কেজি করে ৬৪টি জেলার ২৫ হাজার ১৭২টি পূজামণ্ডপের জন্য এ বরাদ্দ দেওয়া হয়েছে।

    সোমবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

    এতে বলা হয়, বিভিন্ন জেলার জন্য বরাদ্দের পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তবে পূজামণ্ডপের সংখ্যা, আকার, ব্যাপকতা, সামর্থ্য, স্বচ্ছলতাসহ অন্যান্য বিষয় বিবেচনায় জেলা প্রশাসক বরাদ্দের পরিমাণ বণ্টন করতে পারবেন।
    Views: 742 | Added by: DharmaJuddha | Date: 13-09-2011 | Comments (3)

    পঞ্চম পরিচ্ছেদ
    ১৮৮২, ১৬ই - ১৭ই অক্টোবর

    কীর্তনানন্দে নরেন্দ্র প্রভৃতি সঙ্গে — নরেন্দ্রকে প্রেমালিঙ্গন

    বৈকাল হইয়াছে — নরেন্দ্র গান গাহিতেছেন — রাখাল, লাটু, মাস্টার, নরেন্দ্রের ব্রাহ্মবন্ধু প্রিয়, হাজরা — সকলে আছেন।

    নরেন্দ্র কীর্তন গাহিলেন, খোল বাজিতে লাগিল:

    চিন্তয় মম মানস হরি চিদঘন নিরঞ্জন;
    কিবা অনুপম ভাতি, মোহন মূরতি, ভকত-হৃদয়-রঞ্জন।
    নবরাগে রঞ্জিত, কোটি শশী-বিনিন্দিত,
    (কিবা) বিজলি চমকে, সেরূপ আলোকে, পুলকে শিহরে জীবন।
    হৃদি-কমলাসনে ভাব তাঁর চরণ,
    দেখ শান্ত মনে, প্রেমনয়নে, অপরূপ প্রিয়দর্শন।
    চিদানন্দরসে, ভক্তিযোগাবেশে, হও রে চিরমগন।

    নরেন্দ্র আবার গাহিলেন:

    (১) সত্যং ... বিস্তারিত
    Views: 728 | Added by: নামহীন | Date: 13-09-2011 | Comments (1)