n বাঁশখালী হত্যা: ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন - 13 September 2011 - হিন্দু ধর্ম ব্লগ - A Total Knowledge Of Hinduism, সনাতন ধর্ম Hinduism Site
Tuesday
24-12-2024
6:44 AM
Login form
Search
Calendar
Entries archive
Tag Board
300
Site friends
  • Create a free website
  • Online Desktop
  • Free Online Games
  • Video Tutorials
  • All HTML Tags
  • Browser Kits
  • Statistics

    Total online: 16
    Guests: 16
    Users: 0

    Hinduism Site

    হিন্দু ধর্ম ব্লগ

    Main » 2011 » September » 13 » বাঁশখালী হত্যা: ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন Added by: DharmaJuddha
    2:04 PM
    বাঁশখালী হত্যা: ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
    চট্টগ্রামের বাঁশখালীতে একই পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় উপজেলা বিএনপি'র সহ-সভাপতি আমিনুুর রহমান চৌধুরী ওরফে আমিন চেয়ারম্যানসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

    সোমবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিকাশ কুমার সাহার আদালতে অভিযোগ গঠন করা হয়।

    ২০০৩ সালের ১৮ নভেম্বর গভীর রাতে বাঁশখালীর সাধপুরের শীল পাড়ার তেজেন্দ্র শীলের দ্বিতল মাটির ঘরে তালা দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে চার দিনের নবজাতকসহ ওই পরিবারের ১১ জন ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

    বেঁচে যাওয়া একমাত্র সদস্য ডা. বিমল চন্দ্র শীল বাদী হয়ে ওই ঘটনায় হত্যা মামলা দায়ের করেন।

    রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জেলা পিপি আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিচারক ৪৩৬ ও ৩৯৬ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন।

    আগামী ১৭ অক্টোবর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে বলেও জানান তিনি।

    এর আগে গত ৯ জানুয়ারি এ মামলার অষ্টম তদন্ত কর্মকর্তা হিসেবে সিআইডি'র সহকারী পুলিশ সুপার (এএসপি) হ্লা চিং প্র" অভিযোগপত্র জমা দেন। এতে আমিন চেয়ারম্যানসহ নতুন করে আরো আটজনকে সংযুক্ত করে মোট ৩৯ জনকে আসামি করা হয়। পরে শুনানিতে নুরুল ইসলাম নামে অভিযোগপত্রভুক্ত এক আসামিকে বাদ দেওয়া হয়।

    ঘটনার পর থেকে ওই ঘটনায় স্থানীয় বিএনপি নেতা আমিনুর রহমান জড়িত থাকার অভিযোগ উঠলেও তৎকালীন সরকারের সময়ে তদন্তে পুলিশ তাকে অভিযুক্ত করা থেকে বিরত থাকে।

    মামলার প্রথম তদন্ত কর্মকর্তা সাতকানিয়া সার্কেলের তৎকালীন এএসপি ক্লারেন্স গোমেজ ২০০৫ সালের ১৪ ডিম্বের তাকে বাদ দিয়ে ৩১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে তদন্ত শেষ করেন। মামলার বাদী বিমল শীল এর বিরুদ্ধে নারাজি দিয়ে অধিকতর তদন্তের আবেদন করেন। আদালত ২০০৭ সালের ২০ মার্চ মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন।

    এরপর বেশ কয়েকবার আমিনুর রহমানকে বাদ দিয়ে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল করা হলেও প্রতিবারই বাদী এর বিরোধিতা করে আদালতে অধিকতর তদন্তের আবেদন করেন।

    এ মামলায় তিনজন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

    অভিযুক্ত আসামিরা হলেন- আবদুল করিম, জাবেদ হোসেন, আহম্মদ মিয়া, মাহবুবুর রহমান, মো. হাসান ওরফে আর্মি হাসান, সরোয়ার উদ্দিন, মো. শাহজাহান, আবু তৈয়ব, আকবর ওরফে আকবর আলী, শাহজাহান ওরফে দুলা মিয়া, আমিনুল হক, আহাম্মদ হোসেন, মতলুব, শফিউল আজম, জসিম, মো. নজরুল ইসলাম, আমিনুর রহমান চৌধুরী, আমিনুল হক ওরফে আমিন্যা, আনু মিয়া, সেলিম, বক্কর, রুবেল, আবু, অজি আহম্মদ, আজিজ, ফজল কাদের, আজগর, জসিম, এনাম, লেদু, কামরুল ইসলাম, আমীর হোসেন, মো. ইউনিুছ, আবুল কালাম, নুরুন্নবী ওরফে কালাইয়্যা, মেম্বার রশিদ আহম্মদ, আবদুল নবী, সবুর আহম্মদ চেয়ারম্যান।

    এ মামলায় ৫৭ জনকে সাক্ষী করা হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাশেম।
    Views: 782 | Added by: DharmaJuddha | Rating: 0.0/0
    Total comments: 2
    0  
    1 নামহীন   (13-09-2011 5:47 PM) [Entry]
    বিচার চাইলে কি বিচার পাওয়া যায়????

    0  
    2 rajendra   (13-09-2011 10:04 PM) [Entry]
    হায় দেশ- হায়রে দেশের মানুষ- খালি বিচার চেয়ে চেয়েই মরল- কেউ বিচার পেলনা

    Only registered users can add comments.
    [ Registration | Login ]