দশাবতার বিষ্ণু দশ প্রধান অবতার। বৈষ্ণব দর্শনে, কোনো বিশেষ উদ্দেশ্যে মর্ত্যে অবতীর্ণ পরম সত্ত্বাকে অবতার (সংস্কৃত: अवतार, avatāra) নামে অভিহিত করা হয়। বিষ্ণুর (বা কোনো কোনো ক্ষেত্রে কৃষ্ণের) দশ মুখ্য অবতারের সমষ্টিগত নামই দশাবতার। এই দশাবতারের কথা জানা যায় গরুড় পুরাণ (১।৮৬।১০-১১) থেকে। এই দশ অবতার মানব সমাজে তাঁদের প্রভাব-প্রতিপত্তির ভিত্তিতে সর্বাপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হন।
আজ আমরা আলোচনা করবো ভগবান বিষ্ণুর মৎস্য অবতার কে নিয়েঃ
মহান স্বাধীনতার জন্য জীবন গেলেও হতভাগ্যই রয়ে গেছে ওরা ২২ জন।
মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারীরা জাতির শ্রেষ্ঠ সন্তান হলেও ওই ২২ জনের
খোঁজ ৪০ বছরেও কেউ রাখেননি। বগুড়ার শাবরুল হিন্দুপাড়ার নিহত ওই ২২ জনের
পরিবার ও আত্মীয়স্বজনদের জগদ্দল পাথরের মতো বয়ে বেড়াতে হচ্ছে শোকাবহ
সেইস্মৃতি। বগুড়া শহর থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে বর্তমা
... বিস্তারিত