n আসুন একটা সংবাদ পড়ি - 7 August 2011 - হিন্দু ধর্ম ব্লগ - A Total Knowledge Of Hinduism, সনাতন ধর্ম Hinduism Site
Friday
19-04-2024
8:28 AM
Login form
Search
Calendar
Entries archive
Tag Board
300
Site friends
  • Create a free website
  • Online Desktop
  • Free Online Games
  • Video Tutorials
  • All HTML Tags
  • Browser Kits
  • Statistics

    Total online: 1
    Guests: 1
    Users: 0

    Hinduism Site

    হিন্দু ধর্ম ব্লগ

    Main » 2011 » August » 7 » আসুন একটা সংবাদ পড়ি Added by: নামহীন
    7:08 PM
    আসুন একটা সংবাদ পড়ি

    মহান স্বাধীনতার জন্য জীবন গেলেও হতভাগ্যই রয়ে গেছে ওরা ২২ জন। মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারীরা জাতির শ্রেষ্ঠ সন্তান হলেও ওই ২২ জনের খোঁজ ৪০ বছরেও কেউ রাখেননি। বগুড়ার শাবরুল হিন্দুপাড়ার নিহত ওই ২২ জনের পরিবার ও আত্মীয়স্বজনদের জগদ্দল পাথরের মতো বয়ে বেড়াতে হচ্ছে শোকাবহ সেইস্মৃতি। বগুড়া শহর থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে বর্তমানে শাহজাহানপুর উপজেলার শাবরুল হিন্দুপাড়া গ্রাম। এ পাড়ায় যুগ যুগ ধরে হিন্দু-মুসলমান সৌহার্দের দৃঢ় বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে আসছে। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে এ পাড়ার ৪৩ হিন্দু পরিবারের প্রায় ৪০০ মানুষ দেশ ছেড়ে ভারতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কোনো এক সকালে বাড়ি থেকে পরিবার-পরিজন একযোগে বের হয়ে প্রথমে পার্শ্ববর্তী শাতরুখা গ্রামে আশ্রয় নেয়। পরবর্তীতে আদমদীঘির কুন্দুগ্রাম হয়ে গুপিনাথপুর পাহারপুর দেওনাহাট ও ইশবপুর হয়ে ক্লান্ত শরীরে জয়পুরহাটের মঙ্গলবাড়ীতে পৌঁছতে সন্ধ্যা ঘনিয়ে আসে। কোনো কিছু বুঝে ওঠার আগেই রাজাকার ও পাক হানাদারদের প্রচ- গুলির মুখে পড়ে। এলোপাতাড়ি গুলিতে একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যে যার মতো ভারত সীমান্ত চিঙ্গিসপুরের দিকে রওনা দেয়। এ ঘটনায় সেখানে মারা যায় শাবরুল গ্রামের মুকুল চন্দ্র দেবনাথ (১৭), কাষ্টু চন্দ্র (২০), গৌড়চন্দ্র দেবনাথ (৪৫) ও তার দুই ভাই নিতাই চন্দ্র দেবনাথ (৫০), বিশেশ্বর চন্দ্র দেবনাথ (৪০), শিরিশ চন্দ্র (৪০), পুলিন চন্দ্র দেবনাথ (৬০), নরিনী চন্দ্র দেবনাথ (৬০), অমূল্য দেবনাথ (২৫), শরতলাল সাধু (৭০), বিনয় চন্দ্র সাহা (১৮), বেল্লো মঙ্গল দেবি (৩৫), নিভা রানী (১৫), নিবারণ চন্দ্র মালী (৫০), ব্রজেন্দ্রনাথ মালী (৪৫), ভবনী চন্দ্র দাস (৫০), বিশ্বনাথ দাস (১৮) এবং রংপুর কলেজ রোডের বাসিন্দা ও সে সময় শাবরুল বসবাসকারী স্বপন চক্রবর্তী ও তার দুই ভাইসহ ২২ জন। গুরুতর আহত হয়ে শাবরুল গ্রামের প্রহ্বলাদ সাহাসহ কয়েকজন বেঁচে আছেন এখনো। এ গ্রামের অধিকাংশ মানুষই নিম্নবিত্ত ছিল। বর্তমানেও তারা অর্থনৈতিক টানাপড়েনের মধ্যেই জীবনযাপন করছে এবং তাদের দুস্বপ্নের স্মৃতি বয়ে বেড়াচ্ছে। এই গ্রামের নারায়ণ চন্দ্র সাহা (৭০), হেম চন্দ্র দেবনাথ (৭৮), অভয় চন্দ্র সাহা (৭২) ও রামপদ মালী (৬৮) কান্নাজড়িত কণ্ঠে জানান, স্বাধীনতার এতো বছর পরও যুদ্ধে নিহত হওয়া তাদের পরিবার পরিজনদের সাহায্য সহযোগিতা তো দূরের কথা কেউ কখনো খোঁজ পর্যন্ত নেয়নি। নিহতদের স্মরণে তৈরি হয়নি কোনো স্মৃতিচিহ্ন। এসব বৃদ্ধ আরো জানান, স্বাধীনতা যুদ্ধের পর তারা যখন সহায সম্বল হারিয়ে নিজ গ্রামে ফিরে এসে পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছিলেন তখন প্রায় শতাধিক গ্রামবাসী তাদের সংসদ সদস্য বগুড়ার চোপিনগরে এ কে এম মুজিবর রহমানের কাছে যান। কিন্তু সে সময় মুজিবর রহমান তাদের বিমুখ করেন এবং জানান, দেশের এই পরিস্থিতিতে তার করার কিছুই নেই। তবে সেদিন আগত গ্রামবাসীকে মুড়ি খাওয়ার জন্য তিনি ৫০০ টাকা দেন। এরপর অনেকের কাছেই যান তারা। যেমন স্থানীয় জনপ্রতিনিধি, তখনকার ডিসি, এসপিসহ সংসদ সদস্য, এমনকি রাষ্ট্রের কাছেও তারা সাহায্যের আবেদন করেন। কিন্তু কোনো সুফল অদ্যাবিধ তারা পাননি। তাদের প্রত্যাশা তারা সবাই প্রায় জন্ম থেকেই আর্থিক দৈন্যদশায় থেকে বর্তমানে বৃদ্ধকাল অতিবাহিত করছেন। মৃত্যুর আগে যদি তাদের হারানো স্বজনদের জন্যে সরকারিভাবে কিছু করা হতো তবে তারা মানসিকভাবে শান্তি পেতেন। এ ছাড়াও তাদের স্বজনদের হত্যাকারী পাক-হানাদার বাহিনীর এদেশীয় দোস রাজাকার আল-বদরসহ যুদ্ধাপরাধীদের বিচার ও শাস্তি যদি তারা মৃত্যুর আগে দেখে যেতে পারতেন তবে তাদের সারা জীবনের দরিদ্রতার কষ্ট, স্বজন হারানোর কষ্ট অনেকাংশেই লাঘব হতো।

     

    Views: 824 | Added by: নামহীন | Tags: hindu freedomfighters. freedomfight | Rating: 0.0/0
    Total comments: 7
    0  
    1 Ratan   (07-08-2011 8:24 PM) [Entry]
    আমরা কি এতই কাপুরুষ? কিছুই কি করার নেই এঁদের জন্য। ধিক! ক্ষত্রিয় ধিক!

    0  
    6 নামহীন   (09-08-2011 12:30 PM) [Entry]
    আমরা অনেক কাপুরুষ অনেক

    আমরা অনেক নীচ একটা জাতি

    0  
    2 শকুন্তলা-দেবী   (07-08-2011 8:37 PM) [Entry]
    আমরা আসলেই অনেক নিচ জাতি sad sad sad

    0  
    5 নামহীন   (09-08-2011 12:29 PM) [Entry]
    sad sad sad

    0  
    3   (09-08-2011 10:42 AM) [Entry]
    A largr portion of the families of Hindu-martyar are still in neglecting position. Practically, no political party or no political govt. of this country are not at all honest to show a least courtsey to these families. Moreover, they are still busy to capseize their properties & harrassment.

    0  
    4 নামহীন   (09-08-2011 12:29 PM) [Entry]
    Nanak Kanti Sen দাদা আসলেই তাই

    এমন ও অনেক আছে যারা দেশ থেকে চলেই গেছে যারা একদিন এই দেশ কে ভালবেসে যুদ্ধে জড়িয়েছিলেন

    0  
    7 rajendra   (09-08-2011 2:54 PM) [Entry]
    এখানে কমেন্ট করার জন্য শুভেচ্ছা

    আমরা আসলেই অনেক নিচ জাতি

    Only registered users can add comments.
    [ Registration | Login ]