সনাতন হিন্দু ধর্ম বহুধা বিভক্ত হয়েছে বিভিন্ন দিক থেকে।দেবতা ভাগ করেছে যেমন-শাক্ত,বৈষ্ণব, শৈব, গাণপত্য সৌর প্রভৃতি।গুরুগণ আমাদের ভাগ করেছেন যেমন-অখন্ডমন্ডলী,সৎসঙ্গ,গোপিনাথ সম্প্রদায়,জগবন্ধু সম্প্রদায়,গিরি প্রভৃতি।এর পর ভাগ হয়েছে বর্ণভাগ । ব্রাহ্মণ,ক্ষত্রিয়,বৈশ্য,শূদ্র।এ সবগুলোকে বিচার করলে দেখা যাবে যে আমরা কেউ সনাতান হিন্দুধর্ম থেকে বিচ্যুতি হয়নি।মূল ধম আমাদের ঠিকই আছে কিন্তূ উপসনা বা ভালো লাগা না লাগাকে প্রাধান্য দিয়ে একে অপরের বিরুদ্ধচারন করছি। গুরুগন কিন্তু আমাদের বলেনি নতুন করে সমাজ গঠন করতে।তাদের দীক্ষা দেওয়ার একমাত্র উদ্দেশ্য ছিলো শিষ্যের আধ্যাতিক কল্যাণ সাধন করা। কিন্তূ আমরা একটা নতুন সম্প্রদায় এবং সমাজ তৈরি করেছি। যার ফলে সনাতন হিন্দু সমাজ থেকে ঐক্য পালিয়ে গেছে। আমরা
... বিস্তারিত