হিন্দু ধর্ম বুঝতে হলে প্রথমেই এর ঈশ্বরবাদ বুঝতে হবে, ঈশ্বর কয়জন, একজন নাকি তিনজন নাকি তেত্রিশ কোটি? প্রথমেই এই প্রশ্নের উত্তর জেনে হিন্দু ধর্মে প্রবেশ করতে হবে। কারণ কেউ যদি না জানে যে ঈশ্বর কয়জন ও কি তবে ভক্তি অর্চনা করবে কাকে? আমার নির্দিষ্ট তথ্য উপাত্ত মনে থাকেনা তাই জাকির নায়েকের মত বই পৃষ্ঠা নং কথায় কথায় লিখতে পারবনা, এজন্য সহজ কথায় মূল কথাগুলো বলছি এখানে
ব্রক্ষ্ম হচ্ছে সেই ঈশ্বর যে সৃষ্টির আদি হতে অন্ত পর্যন্ত আছে এবং থাকবে সেই প্রকৃত আরাধ্য। ঈশ্বর নিরাকার কিন্তু তিনি চাইলেই যে কোন সাকার রুপ ধারণ করতে পারেন। শ্রীকৃষ্ণকে সেই পরম ব্রক্ষ্মের এক সাকার রুপ ধরা হয় এবং পরমেশ্বর মানা হয়। এখন কেউ যদি বলে শ্রীকৃষ্ণ না শিব ই আমার কাছে পরমেশ্বর তাতেও ভুল নেই কারণ তিনি য
... বিস্তারিত