ওঁ বা প্রণব কে আমরা সবাই চিনি ও জানি-এবং এটা ও জানি যে এই প্রণব বা ওঁ শব্দটি এসেছে অ+উ+ম থেকে। এখানে অ- মানে ব্রহ্মা, উ- মানে বিষ্ণু, আর ম-তে মহেশ্বর। এই মহামন্ত্র ওঁ হ্ল সকল সৃষ্টি মুলের মুল স্বরূপ। তাই আদি কাল থেকে মুনিঋষি গন এই প্রণব ঊচ্চারন করেই তাঁদের সাধনা করতেন। আজ আমি নিয়ে এলাম ওঁ এর কিছু ডেক্সটপ ওয়ালপেপার নিয়ে। আশা করি এই ছবি গুলো আপনাদের ডেক্সটপের সৌন্দর্য আরো বৃদ্ধি করবে এবং আপনাদের মনে এক সুখের পরশ বুলিয়ে দেবে অনায়াসে।