Main » 2011»June»1 » ওঁ-প্রনব এর কিছু সুন্দর ডেক্সটপ ওয়াল পেপার নিন
Added by: rajendra
3:03 PM
ওঁ-প্রনব এর কিছু সুন্দর ডেক্সটপ ওয়াল পেপার নিন
ওঁ বা প্রণব কে আমরা সবাই চিনি ও জানি-এবং এটা ও জানি যে এই প্রণব বা ওঁ শব্দটি এসেছে অ+উ+ম থেকে। এখানে অ- মানে ব্রহ্মা, উ- মানে বিষ্ণু, আর ম-তে মহেশ্বর। এই মহামন্ত্র ওঁ হ্ল সকল সৃষ্টি মুলের মুল স্বরূপ। তাই আদি কাল থেকে মুনিঋষি গন এই প্রণব ঊচ্চারন করেই তাঁদের সাধনা করতেন। আজ আমি নিয়ে এলাম ওঁ এর কিছু ডেক্সটপ ওয়ালপেপার নিয়ে। আশা করি এই ছবি গুলো আপনাদের ডেক্সটপের সৌন্দর্য আরো বৃদ্ধি করবে এবং আপনাদের মনে এক সুখের পরশ বুলিয়ে দেবে অনায়াসে।
ওম হচ্ছে প্রণব মন্ত্র, অনেক রকমের মন্ত্রের মাঝে ওম মন্ত্র অনেক শক্তিশালী মন্ত্র। ওম মন্ত্র দিয়ে মন্ত্রসিদ্ধি হয় তাড়াতাড়ি। আর এই মন্ত্র সিদ্ধি হলে অনেক আধ্যাত্বিক শক্তি পাওয়া যায়। মন্ত্র উচ্চারণের সময় অনেক দীর্ঘস্বরে পড়তে হয়। মন্ত্র মুখের ভিতর থেকে পেট পর্যন্ত কম্পন তুলবে এটা অনুভবে পেতে হয়। অ...................উ....................ম উচ্চারণ টা হবে এইভাবে। উচ্চরণের সাথে সাথে নিজের মনের ঈশ্বরকে কল্পনা করতে হবে।
এর উপকারিতা কন্ঠ পরিষ্কার হয়, মন ভাল থাকে, ধ্যান শক্তি বাড়ে। এরকম আর ও অনেক কিছু । যা পরে বিভিন্ন পোষ্টে আলোচনা করব। ধন্যবাদ দাদা দারুণ কিছু পিকচার শেয়ার করার জন্য।