n ভ্রাতৃদ্বিতীয়ায় আমার চাওয়া - 28 October 2011 - হিন্দু ধর্ম ব্লগ - A Total Knowledge Of Hinduism, সনাতন ধর্ম Hinduism Site
Saturday
23-11-2024
7:15 PM
Login form
Search
Calendar
Entries archive
Tag Board
300
Site friends
  • Create a free website
  • Online Desktop
  • Free Online Games
  • Video Tutorials
  • All HTML Tags
  • Browser Kits
  • Statistics

    Total online: 30
    Guests: 30
    Users: 0

    Hinduism Site

    হিন্দু ধর্ম ব্লগ

    Main » 2011 » October » 28 » ভ্রাতৃদ্বিতীয়ায় আমার চাওয়া Added by: DharmaJuddha
    9:03 PM
    ভ্রাতৃদ্বিতীয়ায় আমার চাওয়া
    ফেসবুকে গৌরমোহন দাস দাদার লেখাটি পেলাম। হিন্দু ধর্ম ব্লগে শেয়ার করলাম।

    আজ কার্তিক মাসের শুক্লা দ্বিতীয় তিথি। শুভ ভ্রাতৃদ্বিতীয়া। ভ্রাতার কল্যাণ মানসে দিনটি উদযাপিত হয় বলে এই তিথিকে ভ্রাতৃদ্বিতীয়া। ভাইবোনের পবিত্র বন্ধন সুদৃঢ় ও অটুঁট রাখতে দিনটি ব্যাপক আয়োজনে উত্‍যাপিত হয়। আমার দৃষ্টিতে মা'র পরেই পবিত্রতম সম্পর্ক সম্বোধন 'বোন'। বোধজ্ঞান প্রাপ্তির পর একজন বোনের অভাববোধে মনে যখন তীব্র হাহাকার, সে বোনের কল্যাণ কামনা তথা আশীর্বাদ 'ভাইয়ের কপালে দিলাম ফোঁটা যম দুয়ারে পড়ল কাঁটা . . . ' ঘটা করে আমার জীবনে একবারই এসেছিল। সেটি ১৯৯৩ সালে। লেখাপড়ার জন্য মাতৃকোল ছেড়ে অষ্টগ্রাম বণিকপাড়ায় থাকাবস্থায়। আশীর্বাদের আয়োজন পর্বটির সাথে মিষ্টি, অন্ন-ব্যঞ্জনাদি বোনের পরশে অমৃত হিসেবে পরিবেশিত হয়।কিন্তু এ দিনটি এবং এর সুন্দর আয়োজন আমাকে তীব্র যাতনা দেয়। আমার কথাটি শুনে আপনাদের ভাল না লাগলেও সেটাই সত্য। কিন্তু কেন? এতক্ষণে তার জবাব পূর্ণতা পায় নি হয়তো! পরের একটু আলোচনায় তা পূর্ণতা পাবে বলে আশা করি।
    যে বোনটি একবার পবিত্র পরশের ছোঁয়া দিয়েছিল সেও আজ প্রবাসী।তাই যোগাযোগও বিচ্ছিন্ন।
    এরপর আর কারো কাছ থেকে সে দিনটির তাত্‍পর্যমণ্ডিত পরশ জোটে নি। তবে
    এখন ঢাকায় অবস্থানকালে (২০০০ সাল থেকে) একজন বড়বোন আমাকে ছোটভাই হিসেবে আদর ভালবাসা দেয়। সে ইসলাম ধর্মমত অনুসারী বলে এ দিনটিতে ঘটা করে 'ভাইফোঁটা' দেয় না বটে কিন্তু অন্তর থেকে আশীর্বাদটুকু ঢেলে দিতে কার্পণ্য করেন না।
    মূলকথায় বলতে চাই, আমরা Facebookএ অনেকের সাথে কথা বা মনের ভাব বিনিময় করছি। Request সুবাদে তারা 'বন্ধু'। ভাই, বোন ভাবা কি অন্যায় হবে? যদি অন্যায় না হয় আজ ক'জন বোন Facebookকে ভাইদেরকে শুভ কামনা জানিয়েছেন সে প্রশ্ন করব না। এখানে বলে রাখি আমার কপালে একজনের শুভ কামনাও জোটে নি।

    তাই আজকের এই পবিত্র দিনে আসুন না FBতে শুধু বন্ধু না ভেবে ভাইবোনের পবিত্র সম্পর্ক গড়ি।খারাপ সবকিছু পরিহার করি।
    সে আকাঙ্ক্ষাতেই আমার Profile এ সকলকে প্রণাম ও ভালবাসা জানাচ্ছি। শুভ ভ্রাতৃদ্বিতীয়া।
    Views: 886 | Added by: DharmaJuddha | Rating: 5.0/1
    Total comments: 3
    +1  
    1 Akas   (28-10-2011 9:30 PM) [Entry]
    ধন্যবাদ একটি সুন্দর পোস্ট এর জন্য দাদা আমি ও আমার জীবন এ শুধু একবার ই ভাই ফোটা পেয়েছি, এবং ৩ বার রাখি পায়াছি জদিও আমাদের দেশে রাখির প্রচলন নাই। তবে থাকলে ভাল হত। চলুন আমরা বাংলাদেশ এ রাখির প্রচলন করি।

    +1  
    2 Hinduism   (28-10-2011 11:50 PM) [Entry]
    Gourmohan Das dadar lekhata onek valo lagse. tobu o to apnar bon ase. amar kintu bon nai. so boner valobasa ta kokhno painai. chatu khai e na. rakhi nai. r vai fota ke dibe??? sob boneder suvecha sathe vai der o

    +1  
    3 rajendra   (29-10-2011 9:59 AM) [Entry]
    আমার কোন বোন নাই cry cry cry cry cry

    Only registered users can add comments.
    [ Registration | Login ]