মুসলিম যুবকদের বাধার মুখে ‘নামকীর্তন’ অনুষ্ঠান পণ্ড
স্থানীয় মুসলিম যুবকদের বাধার মুখে গতকাল মঙ্গলবার মানিকগঞ্জের শিবালয় উপজেলায় সনাতন ধর্মাবলম্বী জেলে সম্প্রদায়ের ‘নামকীর্তন’ অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে। উপজেলার আরুয়া ইউনিয়নের মালুচী গ্রামের মালুচী বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবছরের মতো এ বছরও মালুচী গ্রামে জেলে সম্প্রদায়ের লোকজন পাঁচ দিনব্যাপী ওই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল ছিল অনুষ্ঠানের শেষ দিন। সনাতন ধর্মাবলম্বী লোকজন ছাড়াও কয়েক শ এলাকাবাসীর উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান চলছিল। ভোর পাঁচটার দিকে সায়েদুর রহমান ও খলিল নামের স্থানীয় দুজন যুবক ঘটনাস্থলে গিয়ে অনুষ্ঠান বন্ধ করতে বলেন। এ নিয়ে আয়োজকদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তাঁরা অনুষ্ঠানে ব্যবহূত মাইকের তার টেনে ছিঁড়ে ফেলেন এবং অনুষ্ঠান বন্ধের হুমকি দিয়ে চলে যান। এতে লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনুষ্ঠান বন্ধ পণ্ড হয়ে যায়। পরে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে জেলেরা বিক্ষোভ-মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। এ ব্যাপারে আরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুর রহমান খান বলেন, ‘অনুষ্ঠান পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয়টি আমাকে জানানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘লিখিত অভিযোগ পাইনি। তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
দৃষ্কৃতিকারীদের কালো হাত ভেঙে দেওয়া হবে। দেশ এখন অনেক ভালো আছে, বিএনপি জামাত জোটের আমলে দেশ অরাজকতায় ভরে গিয়েছিল। সব দেশেই কিছু না কিছু সন্ত্রাসীক কাজ হয় সেই তুলনায় বাংলাদেশ ভালো আছে।