নিঊটনের সুত্র যে সুত্র দিয়ে তিনি অমর সেই সুত্র নিউটনের ও আগে- তাও ১২০০ বছর আগে??
কিভাবে সম্ভব?
ঠিক আছে আগে নিচের লাইন গুলো পড়ুন
“Objects fall on the earth due to a force of attraction by the earth. Therefore, the earth, planets, constellations, moon and sun are held in orbit due to this attraction.”
" বস্তু পৃথিবীর আকর্ষণে পৃথিবীর দিকে ধেয়ে আসে। পৃথিবী , চাঁদ এবং অন্যান্য গ্রহ সমূহ নিজ নিজ কক্ষ পথে ঘুরছে শুধু মাত্র এই শক্তি বলে।"
কি মনে হচ্ছে না এটা নিঊটনের গতি সুত্র???
না এটা নিঊটনের সুত্র নয়। এটা লিখেছেন পন্ডিত ভাস্করাচার্য । তাঁর রচিত "সূর্যসিদ্ধান্ত" (৪০০-৫০০ অব্দে) গ্রন্থে এই লেখা গুলো তিনি উল্লেখ করেছেন। বিশ্বাস না হলে আপনি নিজেই পড়ে দেখতে পারেন।
উনার জীবনী টা অনেক গুরুত্বপূর্ণ , আমি কিছু অংশ পড়েছিলাম তাই এটা জানতাম। উনি অঙ্কশাস্ত্র ও জোতিষশাস্ত্রতে অনেক অবদান রেখেছেন। কিন্তু উনার সূর্যসিদ্ধান্ত বইটা পাওয়া যায়না। অনেক খুজেছি। কেউ পেলে জানাবেন।
এটাই প্রমান করে যে আমাদের হিন্দু ধর্ম কত সমৃদ্ধ... সরব প্রথম বরাহ মিহির এ পৃথিবীর ব্যাস নির্ণয় করেন। এছাড়া খনার বচন কৃষি ক্ষেত্রে অনেক উন্নতি সাধন করেছে