আধুনিক গণিত শাস্ত্র যে একটু হলেও জানে সে পাই এর নাম শুনবেই। এই পাই এর মান ৩.২৮ ধরে আমরা সাধারন গণিত এর অংক সমূহ করে থাকি। কিন্তু আমরা কি জানি এটা কি? পাই- হল বৃত্তের ব্যাস এবং পরিধির অনুপাত। পৃথিবীর সকল বৃত্তের ক্ষেত্রে এর মান সমান। এখন আসি একটি শ্লোক এ- শ্লোক্টি হলঃ
"gopi bhagya madhuvrata
srngiso dadhi sandhiga
khala jivita khatava
gala hala rasandara”
এর অর্থ হলঃ "O Lord anointed with the yoghurt of the milkmaids’ worship (Krishna), O
savior of the fallen, O master of Shiva, please protect me.”
এখানে সংস্কৃত শব্দ গুলোকে সংখ্যা ক্রমিক অনুসারে সাজালে দেখি গো=৩, পি=১, ভা=৪, য়া=১, মা=৫
এভাবে সাজালে আমরা পাই ৩১৪১৫৯২৬৫৩৫৮৯৭৯৩২৩৮৪৬২৬৪৩৩৯৩২৭৯২
কি? এখন কি চিনতে পারছেন কিছুটা?
বিশ্বাস না হলে নিজেই মিলিয়ে দেখুন
এটাই পাই এর আধুনিক মান। এই মান সংস্কৃত শ্লোকের মাঝে দেখে কি শিহরিত হচ্ছেন?
শিহরিত হবেন যে এই রকম বহু আধুনিক সংখ্যা যা আমরা এখন জানছি- বহু আধুনিক বিজ্ঞান যা আমরা এখন জানতে পারছি সেগুলো ৫০০০ বছর আগে সংস্কৃতে লিখিত ছিল এবং আজো আছে।