অনেকেই আমরা বিষয় টা না জেনেই ব্যাবহার করি। কিন্তু কেন করি? অনেকেই মেইল এড্রেস এ এটা ব্যাবহার করেন। না জেনেই হয়ত করেন। আসেন জেনে নেই ৭৮৬ এর মানে কি? উপরে আপনারা দেখছেন সংস্কৃত সংখ্যা। এই সংখ্যা গুলো সংস্কৃত থেকে সোজা ট্রান্সলেট করা হয়েছে।খেয়াল করি- ৭৮৬ শব্দ গুলো।
নবীর শিক্ষা কৌশলে বৈষ্ণবীয় ধারার। আল্লার শরীর, রং, সাকার সম্পর্কে কোরাণে বর্ণনা, হজের পোশাক, হজ শেশে মস্তক মুণ্ডন। কিন্তু নবীর শেখানে পথে আছে ক'জন মুসলিম? বেদে অবিশ্বাসী দের ভগবানের অবতার কৌশলে ঘুড়িয়ে বেদ শিক্ষা দিয়ে বৌদ্ধ নাম দিলেন। ভগবানকে মানে না বললেও ভগবান বুদ্ধ তাকে প্রণাশ করালেন-মানে ভগবানে প্রণাম করল বৌদ্ধরা। মানে শ্রোতা অনুসারে ভগবান নিজে এবং কখনো কখনো তার প্রেরিত ভক্তদের (যাকে গুরু বলা হয়) মাধ্যমে জ্ঞান দেন। বিভিন্ন আধ্যাত্মিক গুরু, নবী, যিশু -এনারা হলেন গুরু মাত্র। শ্রোতা অনুসারে এনারা শিক্ষা দিতেন। ভেবে দেখুন কে কিভাবে শিক্ষা দিলেন।