" ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম এবং মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ এক যুক্ত বিবৃতিতে চট্টগ্রাম মহানগরীর পাথরঘাটা এলাকায় হিন্দু সম্প্র্রদায়ের লোক মসজিদ ভাংচুর ও মুসলমানের বাড়িতে অগ্নিসংযোগ করেছে উল্লেখ করে ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেছেন, মুসলিম অধ্যুষিত দেশে এসব কিসের আলামত? আল্লাহর ঘরে হিন্দু সম্প্রদায়ের হামলা চালানোর ঘটনাকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। তারা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই হিন্দু সম্প্রদায়ের আস্ফাালন পরিলক্ষিত হচ্ছে। একের পর এক ঘটনা ঘটিয়ে তারা দেশে সম্প্রদায়িকতার বিদ্বেষ সৃষ্টি করতে চাচ্ছে। রোজার ঈদের দিন রাতে ৫ হিন্দু যুবক মুসলিম তরুণীকে অপহরণ, সম্ভ্রম লুট ও সিঁদুর পরায়, হিন্দু শিক্ষক মুসলমান ছাত্রীকে ধর্ষণ, মানিকগঞ্জ, গোপালগঞ্জ ও ঢাকার ধানমন্ডি বয়েজ হাইস্কুলে হিন্দু শিক্ষক রাসূল (সা.) কে নিয়ে কটূক্তি করার পর এখন চিটাগাংয়ের পাথরঘাটার ঘটনায় দেশে রামরাজ্য বানানোর আলামত স্পষ্ট হয়েছে। সরকার যেদিন সংবিধান থেকে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস তুলে দিয়ে ধর্মনিরপেক্ষতা সংযোজন করে তার পর থেকেই হিন্দু সম্প্রদায়ের লোকজনের চরম আস্ফাালন শুরু হয়েছে। সরকার সংবিধানে ধর্মনিরপেক্ষতা সংযোজন করার পর থেকে সংখ্যালঘু সম্প্রদায়সহ নাস্তিক-মুরতাদরা ইসলামের বিরুদ্ধে, বিশ্বনবীর (সা.) এর বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে বলেও মন্তব্য করেন নেতারা। "
সূত্রঃ দৈনিক আমার দেশ ১৩/১০/২০১১
আমার কথাঃ দাঙ্গা শুরু করেছিল মুসলমানরাই। তারা তিনটি মন্দির ভেঙেছে ১৯৯২ সালে বাবরী মসজিদের ঘটনার পর ঐ জায়গাতে মুসলমানরা দাঙ্গা লাগিয়েছিল। তারা ২ জন মেয়েকে ধর্ষণ করেছিল। মেয়েগুলো ছিল তাদের বন্ধুর ছোটবোন। কিন্তু ইসলামের সৈনিকেরা মুসরিক দের মেয়েদের ভোগ করার অধিকার তাদের আল্লাহ্র কাছ থেকে পেয়েছে।
একই কায়দায় পুরান ঢাকার সেন্ট ফ্রান্সিস স্কুল এবং খ্রিস্টান হোস্টেল ভেঙ্গে ছিলো দাঙ্গাবাজ মুসলমানরা। তখন শাহী মসজিদের ইমাম উস্কানি মূলক ঘোষণা দিয়েছিলো মুসলমানদের। আল্লাহ ঘর ভেঙ্গে ফেললো খ্রিস্টানরা। আসলে মসজিদ লাগোয় স্কুলের দালান সংস্কার করতে গিয়ে মসজিদের দালান থেকে দুটি ইট খসে পড়েছিলো। কিন্তু ইমাম সাহেব বিষয়টি সেখানকার কর্মরত শ্রমিকদের কে সর্তক না করে দাঙ্গা লাগানোর জন্য উস্কানি দেয়।
Chor-Monai peer Baba ke eisob Baje kotha bolte den bhai....Nahole unar education level ta amra Bujhte parbo na...Uni je KOTO BORO CHOTO LOK ta janate chaiche,