n দেবদেবীর পরিচয়। - 12 October 2011 - হিন্দু ধর্ম ব্লগ - A Total Knowledge Of Hinduism, সনাতন ধর্ম Hinduism Site
Tuesday
24-12-2024
7:12 AM
Login form
Search
Calendar
Entries archive
Tag Board
300
Site friends
  • Create a free website
  • Online Desktop
  • Free Online Games
  • Video Tutorials
  • All HTML Tags
  • Browser Kits
  • Statistics

    Total online: 11
    Guests: 11
    Users: 0

    Hinduism Site

    হিন্দু ধর্ম ব্লগ

    Main » 2011 » October » 12 » দেবদেবীর পরিচয়। Added by: Koilas
    2:09 PM
    দেবদেবীর পরিচয়।
    দেবদেবীর পরিচয়।

    তুমি ঈশ্বর এক ও অদ্বিতীয়। তাঁর কোন আকার নেই। তিনি নিরাকার। তবে তিনি যে কোন রূপ বা আকার ধারণ করতে পারেন। ঈশ্বরের ক্ষমতা সীমাহীন। সীমাহীন তাঁর গুণ। ঈশ্বর যখন নিজের কোন গুণ বা ক্ষমতাকে আকার ধারণ করেন, তখন তাঁকে দেবতা বলে। যেমন, ব্রহ্মা, বিষ্ণু, শিব, দূর্গা, লক্ষ্মী, সরস্বতী প্রভৃতি দেব-দেবী। ঈশ্বর যে রূপ সৃষ্টি করেন তাঁর নাম ব্রহ্মা। ঈশ্বর যে রূপে পালন করেনে তাঁকে বলে বিষ্ণু। সরস্বতী বিদ্যার দেবী। এরকম আরো অনেক দেব-দেবী আছেন।
    সুতরাং দেখা যাচ্ছে, দেবতারা ঈশ্বর নন। ঈশ্বরও বহু নন। তিনি এক। দেবতারা এক ঈশ্বরের বিভিন্ন গুণ বা শক্তির প্রকাশ। ঋগ্‌বেদের একটি মন্ত্রে বলা হয়েছে, “একং সদ্ বিপ্রাঃ বহুধা বদন্তি।” অর্থাৎ এক, অখণ্ড ও চিরন্তন ব্রহ্মকে বিপ্রগন বা জ্ঞানীরা বহু প্রকার নামে বর্ণনা করেছেন। দেবতাদের বিভিন্ন গুণ বা ক্ষমতা লাভের জন্য তাঁদের পূজা করা হয়। পূজা করলে দেবতারা খুশি হন। মানুষ দেবতাদের কৃপা লাভ করে এবং সুখ শান্তি পায়। দেবতাদের পূজা করলে ঈশ্বরও সন্তুষ্ট হন।

    কোন কোন দেবদেবীর পূজা প্রতিদিনই করা হয়। যেমন, বিষ্ণু, শিব, লক্ষ্মী প্রভৃতি। আবার বিশেষ বিশেষ তিথিতে কোন কোন দেবদেবীর পূজা করা হয়। যেমন ব্রহ্মা, কার্তিক, সরস্বতী প্রভৃতি। আমাদের আদি ধর্মগ্রন্থ বেদের ওপর ভিত্তি করে ‘পুরাণ’ নামক ধর্মগ্রন্থসমূহ রচিত হয়েছে। বেদ ও পুরাণে বিভিন্ন দেবদেবীর রূপ, শক্তি, প্রভাব, সামাজিক গুরুত্ব এবং পূজা-প্রণালী বর্ণনা করা হয়েছে। এছাড়া আরও কিছু দেবতা রয়েছেন, বেদ ও পুরাণে যাদের উল্লেখ নেই। কিন্তু ভক্তগণ যুগ-যুগ ধরে তাদের পূজা করে আসছেন। এভাবে আমরা তিন প্রকার দেবতার পরিচয় পাই।


    যথা- (১) বৈদিক দেবতা, (২) পৌরাণিক দেবতা এবং (৩) লৌকিক দেবতা।

    ক. বৈদিক দেবতা

    বেদে যে সকল দেবতার কথা বলা হয়েছে, তাদেরকে বৈদিক দেবতা বলা হয়। যেমন, অগ্নি, ইন্দ্র, মিত্র, রুদ্র, ঊষা প্রভৃতি। বৈদিক দেবতাদের কোন বিগ্রহ বা মূর্তি ছিল না। তবে বৈদিক মন্ত্রে প্রতিটির দেবতার রূপ,গুণ ও ক্ষমতার বর্ণনা করা হয়েছে।

    খ. পৌরাণিক দেবতা

    পুরাণে যে সকল দেবতার বর্ণনা করা হয়েছে, তাদের বলা হয় পৌরাণিক দেবতা। যেমন, ব্রহ্মা, বিষ্ণু, শিব, দূর্গা সরস্বতী প্রভৃতি। পুরাণে কিছু কিছু বৈদিক দেবতা সহ আরো অনেক দেবতার বিগ্রহ বা মূর্তি মন্দির নির্মাণ করা হয়েছে। প্রচলিত হয়েছে দেবতাদের পূজা করার পদ্ধতি ও বিধবিধান। যে সকল বৈদিক দেবতার উল্লেখ পুরানেও আছে, তাদের মধ্যে রয়েছেন বিষ্ণু, সূর্য, অগ্নি, ইন্দ্র, বরুণ প্রভৃতি।


    গ. লৌকিক দেবতা


    বেদে ও পুরাণে যে-সকল দেবতারদের কথা বলা হয় নি, কিন্তু ভক্তগণ তাদের পূজা করেন, তাদের বলা হয় লৌকিক দেবতা। যেমন, মনসা, শীতলা, দক্ষিন রায় প্রভৃতি। পরবর্তীকালে মনসা দেবীসহ আরও অনেক লৌকিক দেবতা পুরাণেও অন্তর্ভুক্ত হয়েছেন।
    Views: 2229 | Added by: Koilas | Tags: দেব দেবীর পরিচয়, Deb Debir Porichoy | Rating: 5.0/2
    Total comments: 6
    +2  
    1 নামহীন   (12-10-2011 2:45 PM) [Entry]
    ভাল লাগলো পোষ্ট

    মাথা গরম তাই কোন মন্তব্য করতে ইচ্ছা করছে না

    +2  
    2 Hinduism   (12-10-2011 11:43 PM) [Entry]
    অনেক ভালো লাগছে, পোষ্ট টি সামুতে শেয়ার করতে চাইছি বাট মাথা ঠিক নাই আর পরিবেশ ও্র ভালো না । তাই অন্যদিন শেয়অার করবো। ধন্যবাদ দাদা।

    0  
    3 rajendra   (13-10-2011 10:23 AM) [Entry]
    দাদা আজকেই শেয়ার করেন

    তবে ছাগুদের লাফালাফি দেখতে খারাপ ও লাগেনা biggrin biggrin biggrin

    0  
    4 Koilas   (13-10-2011 12:16 PM) [Entry]
    হ্যা দাদা অবশ্যই শেয়ার করেন।

    0  
    5   (27-12-2011 11:01 PM) [Entry]
    angry bekar story

    0  
    6 rajendra   (09-01-2012 3:25 PM) [Entry]
    aaaaaaaaaaaaaaaaaaaaaaa আপনাকে পড়তে আসতে বলসে কে? tongue tongue

    Only registered users can add comments.
    [ Registration | Login ]