(রাজনীতি করার জন্য উৎকৃষ্ট স্হান হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষা
প্রতিষ্ঠান। এই দুটো মন্ডপও তার বাইরে নয়। ফলে একসময়ে এক থাকা পরস্পর
বিপরীতে অবস্হিত মন্ডপ দু’টো ০১ ও ০২’এ রূপান্তরিত হয়েছে।)
রামকৃষ্ণমিশনের পূজা
দূর্গাবাড়ীর পূজা
পশ্চিম নতুনপাড়ার নতুন পূজা। প্রতিমার কারিগর নেত্রকোনার। আয়োজন বেশ জমকালো।
ভাতৃসংঘের পূজা। কারিগর ঢাকার।
বিখ্যাত কালীবাড়ীর পূজা
দেবীর মর্তে আগমন ঘটেছে গজ অর্থাৎ হাতীতে। ফলে দেশ শস্যে পরিপূর্ণ হবে।
কিন্তু দেবীর প্রস্হান হবে দোলায়। অর্থাৎ দেশে মড়ক হবে। না, আমরা চাই না
দেশে মড়ক হোক। দেশের জনগণ বেঁচে থাকুক দুধে-ভাতে।
সবাইকে পূজার শুভেচ্ছা।
*ছবিগুলো অষ্টমীর রাতে মোবাইলে তোলা।