৮. অর্জুন শ্রীকৃষ্ণের কাছে অপরাধ ক্ষমা প্রার্থনার জন্য পিতা- পুত্রের, সখা- সখির এবং প্রিয়-প্রিয়ার এই তিন উদাহরণ
উপস্থাপন করেছিলেন-( অধ্যায়-১১ শ্লোক ৪৪)
৯. কর্মের ফলাফল ত্যাগ করলে এ জীবনে অনেক সুখ পাওয়া যায়- এই ফ্ল তিনটি বিষয়ের সাথে তুলনা করা হয়েছে- ক।। অভ্যাস হতে জ্ঞান বড় খ।। জ্ঞান থেকে ধ্যান বড় গ।। ধ্যান থেকে ফলত্যাগ বড় (অধ্যায় ১২।, শ্লোক ১২)
১০. পরমেশ্বর স্রষ্টা, কর্তা ও ভোক্তা এই তিন রুপে সকলের শরীরে বিরাজ করেন (অধ্যায় ১৩, শ্লোক ২৩)