পূর্ব প্রকাশের পর
সংখ্যা ৬ ;
দোষঃ নিদ্রা, তন্দ্রা, ভয়, ক্রোধ, আলস্য ও দীর্ঘসূত্রিতা। রিপুঃ কাম ,ক্রোধ,লোভ, মোহ, মদ ও মাৎসর্য। গুনঃ ঐশ্বর্য, বীর্য, বৈরাগ্য, বিজ্ঞান, শ্রী , যশ। ঋতুঃ গ্রীষ্ণ, বর্ষা, শরত, হেমন্ত, শীত ও বসন্ত। রসঃ মধুর, তিক্ত, কষায়, লবন, অম্ল, ও কটু । কর্মঃ যজন, যাজন, অধ্যয়ন, অধ্যাপনা, দান, ও পতিগ্রহ। কর্ম { যোগ মতে} দৃড়তা, ধৈর্য, স্থৈর্য, লাঘব, প্রত্যক্ষ, শোষন। কর্ম{হটযোগ মতে} ধৌতি, বস্তি, নেতি, ত্রীটক, লৌলী, কপাল্ভাতি। ষড়ঙ্গঃ শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুত্ত, কটি, মস্তক- এই ছয়টি দেহের অংগ।
বিশেষ সংখ্যা ৯"
নবগ্রহঃ সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহষ্পতি, শুক্র, শনি, রাহু, কেতু। নব্বিধা ভক্তিঃ শ্রবন, কীর্তন, স্মরণ, পদসেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য, ও আত্মনিবেদন।
এর পর ধীরে ধীরে আরও গভীরে আলোচনা করব। আশা করি আমাদের সাথেই থাকবেন।
|