n হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে - 9 June 2011 - হিন্দু ধর্ম ব্লগ - A Total Knowledge Of Hinduism, সনাতন ধর্ম Hinduism Site
Wednesday
24-04-2024
1:18 PM
Login form
Search
Calendar
Entries archive
Tag Board
300
Site friends
  • Create a free website
  • Online Desktop
  • Free Online Games
  • Video Tutorials
  • All HTML Tags
  • Browser Kits
  • Statistics

    Total online: 1
    Guests: 1
    Users: 0

    Hinduism Site

    হিন্দু ধর্ম ব্লগ

    Main » 2011 » June » 9 » হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে Added by: rajendra
    11:20 PM
    হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে


    হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
    হরে রাম হরে রাম রাম রাম হরে হরে

    কলি যুগের এই মহানাম প্রথম শ্রী চৈতন্য দেব ছড়িয়ে দিয়েছিলেন এই ঊপমহাদেশে। জাত পাত ভুলে মানুষের মাঝে মানুষের মত বেঁচে থাকার প্রেরণা দিয়েছিল এই মহানাম। এই নামে আজ ৫০০ বছর পরে ও মানুষ প্রানান্ত হয়ে ডাকে ঈশ্বরকে-কিন্তু কি আছে এই নামে? কি এর অর্থ?

    এই মহা মন্ত্রে তিনটি শব্দ আছে- সেগুলো হল- হরে, কৃষ্ণ, রাম।

    প্রথমেই আলোচনা - কৃষ্ণ নিয়ে-
    কৃষ্ণ- বা শ্রীকৃষ্ণ- ভগবান বিষ্ণু যুগাবতার- তিনি আনুমানিক খ্রিষ্টপূর্ব ৩২২৮ সালের ১৯শে জুলাই শ্রাবন মাসে জন্মগ্রহণ করেছিলেন-সেই সময়টা ছিল দ্বাপর যুগ। সেই সময় শ্রীকৃষ্ণ মাত্র বছর বয়সে হত্যা করেছিলেন মহাপরাক্রমশালি অত্যাচারী রাজা কংসকে। এছাড়া ও তিনি কুরুক্ষেত্র যুদ্ধের প্রাক্কালে তৃতীয় পান্ডব অর্জুনকে ৭০০ শ্লোকের এক জ্ঞানগর্ভ ঊপদেশ দেন- যা পরবর্তীতে সনাতন তথা হিন্দু ধর্মের নিত্যপাঠ্য ধর্মগ্রন্থ হিসেবে মর্যাদা প্রাপ্ত হয়েছে। তিনি ১২৫ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। এর পর তিনি দেহত্যাগ করেন। তাঁর দেহ ত্যাগের পর দ্বারকা নগরী সমুদ্র তলে ডুবে যায়।

    রামঃ রাম ছিলেন  ত্রেতা যুগে ভগবান শ্রীকৃষ্ণের অবতার। তিনি জন্মেছিলেন রাজা দশরথের প্রথম সন্তান হয়ে। তিনি পিতৃসত্য পালনের জন্য বনবাসে যান- সেখানে রামের স্ত্রী সীতাদেবীকে রাক্ষসরাজ রাবন জোড় করে তুলে নিয়ে লংকায় চলে যান। রাম আর তাঁর ভাই লক্ষন দুজনে মিলে পবন পুত্র হনুমান সহ আক্রমন করেন লংকা-আজকের শ্রীলংকা। তারপর অত্যাচারী রাবণকে হত্যা করে রাম সীতা দেবীকে ফিরিয়ে নিয়ে আসেন রাম রাজ্যে।

    হরে- হরে মানে হরণ করা বা হরণ হওয়া। এটা এসেছে হরণ শব্দ থেকে- যার মানে ছিনিয়ে নিয়ে যাওয়া। হরে বা হরণ করা ঈশ্বরকে আবাহন করে বলা হয় যেন তিনি মানুষের মাঝে জড়তা কে -কামনা কে-সকল দুঃখ কে হরন করে নিয়ে যান।

    এখন পুরো মন্ত্র টা একবার ঊচ্চারন করলে দেখা যায়-
    হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
    হরে রাম হরে রাম রাম রাম হরে হরে

    হরে কৃষ্ণ- হরে রাম


    কৃষ্ণ মানে চিত্তাকর্ষক - রাম মানে মনোহর
    তাহলে হরে কৃষ্ণ মানে চিত্তাকর্ষক চিত্ত হরণ করুন- হরে রাম মানে- মনোহর আমার মন হরন করুন।
    আর তাই এই হরে কৃষ্ণ নাম এই কলিযুগের মানুষের জন্য মহা নাম।

    এই মহা নাম নিয়ে জর্জ হারিসন তাঁর আত্মজীবনী তে বলেছেন-

    "A mantra is mystical energy encased in a sound structure and each mantra contains within its vibrations a certain power. But of all mantras, the maha-mantra (the Hare Krishna mantra) has been prescribed as the easiest and surest way for attaining God Realization in this present age.

    George Harrison (1943-2001), 
    in his autobiography :'I, me and Mine' 



    ব্রহ্ম নারদ পুরানে বলা হয়েছে-

    হরি নাম হরি নাম হরির নামিবা কেবলম

    কাল নাস্তি ইভা নাস্তি ইভা নাস্তি ইভা গতি অন্যথা

    মানে এই কলিকালে হরিনাম ছাড়া কোন গতি জীবের হতে পারেনা।


    এই নাম নিলে আমাদের আত্মা র মাঝে এক পরম শান্তি নেমে আসে- আমাদের মন থেকে দূর হয় সকল কর্ম আকাংখা- মনের মাঝে বিরাজ করে শুধুই কৃষ্ণ-


    তাই আসেন আমরা সবাই মিলে ছড়িয়ে দেই এই মহা নাম- বিকিয়ে দেই কৃষ্ণ প্রেম এই পৃথিবীর দিকে দিকে।



    Views: 10736 | Added by: rajendra | Tags: the god, rama, hare krishna hare rama, Krishna, hare Krishna, Hare rama, hinduism. | Rating: 0.0/0
    Total comments: 13
    0  
    1 Ratan   (10-06-2011 1:30 AM) [Entry]
    লেখাটা দেয়ার জন্য ধন্যবাদ।
    দেহত্যাগ ছিল না। কৃষ্ণের দেহ পৃথিবীতে ছিল না। সশরীরে তাঁর নিত্যধামে চলে গেছেন। হরে মানে হরণ করা নয় হরা কে থেকে হরে সম্বোধন করা হয়। আর তিনি হচ্ছেন কৃষ্ণের হ্লাদিনী শক্তি শ্রী মতি রাধারাণী

    0  
    4 rajendra   (10-06-2011 6:29 PM) [Entry]
    ’হরা’, ’কৃষ্ণ’, ও ’রাম’ এই তিনটি শব্দ মহামন্ত্রের অপ্রাকৃত বীজ ।

    কীর্ত্তন হল মায়াবদ্ধ জীবের উদ্ধারার্থে, ঈশ্বর ও তাঁহার শক্তির উদ্দেশ্যে চিন্ময় আহবান। ছোট শিশু মাতৃক্রোড়ের জন্য ব্যাকুল সুরে ক্রন্দন করে, তেমনই আমাদেরও ব্যাকুল চিত্তে কীর্ত্তন করিলে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে কৃপা লাভ করতে সাহায্য করবেন। আর যে আন্তরিকভাবে এই মহামন্ত্র কীর্ত্তন করে, সেই ভক্তের নিকট ভগবান আত্মপ্রকাশ করেন।

    0  
    2 Ratan   (10-06-2011 1:31 AM) [Entry]
    লেখাটা দেয়ার জন্য ধন্যবাদ।
    দেহত্যাগ ছিল না। কৃষ্ণের দেহ পৃথিবীতে ছিল না। সশরীরে তাঁর নিত্যধামে চলে গেছেন। হরে মানে হরণ করা নয় হরা কে থেকে হরে সম্বোধন করা হয়। আর তিনি হচ্ছেন কৃষ্ণের হ্লাদিনী শক্তি শ্রী মতি রাধারাণী


    0  
    3 Hinduism   (10-06-2011 3:32 PM) [Entry]
    দাদা কৃষ্ণের দেহ সশরীরে নিত্যধামে চলে গেছে। এটা কোথায় পেলেন? আমি তো জানি, জরা নামের এক ব্যাধ শ্রীকৃষ্ণের পায়ে তীর ধনুক দিয়ে বাণ মারেন। তিনি দূর থেকে কৃষ্ণের পা কে হরিণ মনে করেছিলেন। কিন্তু পরে কৃষ্ণকে দেখে ক্ষমা চান এবং কৃষ্ণ দেহত্যাগ করেন তাকে ক্ষমা করে। কিন্তু কথা থাকে যে কৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনকে বাচানোর জন্য এক মহা শক্তিশালী বাণ নিজে গ্রহণ করেন তাহলে সামান্য ব্যাধের বাণে তার মৃত্যু হয় কিভাবে? এটা হয়েছিল এক মুনির অভিশাপে। যার জন্য সম্পূর্ণ দ্বারকা ধ্বংশ হয় । এবং যেহেতু তখন যদুবংশ ধ্বংশ হয়ে গিয়েছিল এবং পান্ডবরাও দেহত্যাগ করেছিল তাই কৃষ্ণ ও আর বেঁচে থাকতে চাননি। তাই তিনি দেহত্যাগ করেন।
    আমার জ্ঞানের যদি কোথাও ভুল থাকে তাহলে উপযুক্ত প্রমাণ দিয়ে আপনার কথার প্রমান করুন। ধন্যবাদ


    0  
    5 rajendra   (10-06-2011 6:38 PM) [Entry]
    দাদার সাথে আমি ও একমত- শ্রীকৃষ্ণ দেহত্যাগ করেন- সামান্য এক ব্যাধের ধনুকের তীরের আঘাতে। তিনি চেয়েছিলেন তিনি এভাবেই মৃত্যু বরন করবেন। তাই সেটা হয়েছিল।

    আপনার মনে কোন সন্দেহ থাকলে নিচের লিঙ্কে দেখতে পারেন

    ১ম লিংক

    ২য় লিংক

    0  
    6 শকুন্তলা-দেবী   (11-06-2011 4:27 PM) [Entry]
    হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
    হরে রাম হরে রাম রাম রাম হরে হরে


    0  
    7 rajendra   (11-06-2011 11:42 PM) [Entry]
    অনেক ধন্যবাদ

    0  
    8   (27-07-2012 7:05 AM) [Entry]
    হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
    হরে রাম হরে রাম রাম রাম হরে হরে

    0  
    9   (27-07-2012 7:06 AM) [Entry]
    শ্রীকৃষ্ণ দেহত্যাগ করেন- সামান্য এক ব্যাধের ধনুকের তীরের আঘাতে।

    0  
    10   (07-10-2013 1:32 AM) [Entry]
    ধন্যবাদ

    0  
    11   (27-12-2013 10:12 PM) [Entry]
    kriana

    0  
    12   (30-07-2014 1:19 PM) [Entry]
    gobindo53@gmail.com

    0  
    13   (30-07-2014 1:21 PM) [Entry]
    হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে.................. biggrin

    Only registered users can add comments.
    [ Registration | Login ]