অদ্বৈত মতবাদ
হিন্দু ধর্মের এক পুরাতন শাখা- এই শাখায় আলোচিত
হয়েছে বহুল আলোচিত এবং সমলচিত অদ্বৈত মতবাদ। অদ্বৈত মতবাদ
হল- সর্বজীবে ঈশ্বর ভক্তি র মতবাদ। এই মতবাদ প্রথম
জনমানুষের সামনে তুলে ধরেন শ্রী শ্রী শংকরাচার্য। এই অদ্বৈতবাদ
বেদান্ত দর্শনে বিশেষ ভাবে বর্ণনা করা আছে। ১০ টি প্রাচীন উপনিষদে ও এই মতবাদ
আলচিত হয়েছে গুরুতবের সাথে।
পরবর্তীতে এই
মতবাদের বহু বিকৃতি ঘটে। তারপর বহু বছর পর এই ১৯ শতকে শ্রীকোকিল শাস্ত্রি বিদ্যারত্ন এই মহামুল্যবান
অদ্বৈত মতবাদ কে সংসৃত থেকেবাংলায়
রুপান্তর করেন।