n রংপুরে আমরণ অনশনে এক বাবা - 25 October 2011 - হিন্দু ধর্ম ব্লগ - A Total Knowledge Of Hinduism, সনাতন ধর্ম Hinduism Site
Tuesday
05-11-2024
10:44 AM
Login form
Search
Calendar
Entries archive
Tag Board
300
Site friends
  • Create a free website
  • Online Desktop
  • Free Online Games
  • Video Tutorials
  • All HTML Tags
  • Browser Kits
  • Statistics

    Total online: 47
    Guests: 47
    Users: 0

    Hinduism Site

    হিন্দু ধর্ম ব্লগ

    Main » 2011 » October » 25 » রংপুরে আমরণ অনশনে এক বাবা Added by: rajendra
    9:37 AM
    রংপুরে আমরণ অনশনে এক বাবা

    ‘ডোনেশনের কাছে মেধার অবমূল্যায়ণ’ ব্যানার লিখে সোমবার বিকেল থেকে রংপুর প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন শুরু করেছেন শহরের শালবন এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী অলক নাথ।

    টাকার কাছে মেধার এই অবমূল্যায়ণের প্রতিবাদ করতে তিনি আমরণ আনশন শুরু করেন। এব্যাপারে সরকার কোনো পদক্ষেপ না নিলে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহুতি দেবেন তিনি।

    অলক নাথ বাংলানিউজকে জানান,  তার মেয়ে অন্তরা নাথ সরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিল। কিন্তু মাত্র ৫ নম্বর কম থাকায় তিনি তার মেয়েকে মেডিকেল কলেজে ভর্তি করতে পারেননি। এরপর তিনি মেয়ে অন্তরা নাথকে নিয়ে শহরের বেসরকারি প্রাইম মেডিকেল কলেজে রোববার ভর্তির জন্য নিয়ে যান। কিন্তু প্রাইম মেডিকেল কর্তৃপক্ষ তার কাছে ডোনেশন বাবদ প্রথমে  ১৩ লাখ টাকা পরে ১১ লাখ টাকা দাবি করে।

     তিনি বলেন, আমার পক্ষে ক্ষুদ্র ব্যবসা করে এতো টাকা ডোনেশন দেওয়া সম্ভব না। তখন সেখানকার কর্তৃপক্ষ আমার মেয়ের উপস্থিতিতে বলেন, প্রাইভেট মেডিকেল কলেজ সমাজের উচ্চবিত্ত-ধনীশ্রেণী ছেলে মেয়েদের লেখা পড়া করার জন্য। আপনাদের মত গরিব ছেলে-মেয়েদের লেখাপড়া করার জন্য নয়।

    সোমবার সকালে প্রাইম মেডিকেল কলেজের সামনে অনশন করতে গেলে পুলিশ তাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপর তিনি বিকেল থেকে রংপুর প্রেস ক্লাবের সামনে অনশন শুরু করেন।  

    অলক নাথ জানান, তার মেয়ে মেধাবী। তার ডাক্তার হওয়ার প্রবল ইচ্ছা। টাকার কাছে তিনি হার মেনে গেছেন। তার পক্ষে ক্ষুদ্র ব্যবসা করে লাখ লাখ টাকা খরচ করে মেয়েকে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি করা সম্ভব নয়। কিন্তু সরকার বেসরকারি মেডিকেল কলেজগুলোর প্রতি কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। তারা তাদের ইচ্ছে মত টাকা নিয়ে  পড়াশুনার নামে ব্যবসা চালিয়ে যাচ্ছে।

    তিনি বলেন, সরকার যদি এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করে তাহলে প্রকাশ্যেই নিজের শরীরে আগুন ধরিয়ে আত্মহুতি দিবেন।

    টাকার কাছে মেধা হার মানায় তিনি তার মেয়েকে আর কোনো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করবেন না বলে জানান।
    Views: 772 | Added by: rajendra | Tags: onoshon | Rating: 0.0/0
    Total comments: 0
    Only registered users can add comments.
    [ Registration | Login ]