Main » 2011»October»2 » বরিশালে ছাত্রলীগ নেতার হাতে সংখ্যালুঘু লাঞ্ছিত!
Added by: নামহীন
4:52 PM
বরিশালে ছাত্রলীগ নেতার হাতে সংখ্যালুঘু লাঞ্ছিত!
বরিশালের আগৈলঝাড়ায় ২০ লাখ টাকার টেন্ডার কাজ না পেয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সচিন্দ্র নাথ বৈদ্যকে মারধর করেছে সাবেক এক ছাত্রলীগ নেতা। শুক্রবার সন্ধ্যার পর আগৈলঝাড়া উপজেলা পরিষদের অফিস কক্ষে ঢুকে তাকে মারধর করা হয়। উপজেলার কান্দিরপাড়ে ২০ লাখ টাকা ব্যয়ে একটি ব্রিজ নির্মাণের টেন্ডার আহ্বান করা হয়। উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোয়েব ইমতিয়াজ লিমন তালুকদারসহ অন্য ঠিকাদাররা এই টেন্ডারে অংশ নেন। নান্টু এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এ কাজটি পায়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শুক্রবার সন্ধ্যার পর লিমন ও তার সহযোগীরা পিআইও’র অফিস কক্ষে ঢুকে তাকে বেধড়ক মারপিট করে। পিআইও সচিন্দ্র নাথ বৈদ্য স্থানীয় সাংবাদিকদের জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্ডপে চাল ও নগদ অর্থ বিতরণের কাজে সাপ্তাহিক ছুটির দিন থাকা সত্ত্বেও শুক্রবার অফিসে যান তিনি। সন্ধ্যার পর লিমন ও অন্যরা অফিসে ঢুকে তাকে মারধর করে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপঙ্কর বিশ্বাস বলেন, পিআইও দুর্গাপূজার মালামাল বিতরণের জন্য বন্ধের দিনে অফিসে গিয়েছিলেন। সন্ধ্যায় লিমনসহ কয়েকজন অফিস কক্ষে ঢুকে পিআইও’কে লাঞ্ছিত করে। অফিস খোলার দিন এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। সূত্র : আজকের দৈনিক আমার দেশ।