n অপরূপ সাজে সেজেছে ঝিনাইদহের ৪১০টি পূজা মণ্ডপ - 1 October 2011 - হিন্দু ধর্ম ব্লগ - A Total Knowledge Of Hinduism, সনাতন ধর্ম Hinduism Site
Saturday
23-11-2024
7:31 PM
Login form
Search
Calendar
Entries archive
Tag Board
300
Site friends
  • Create a free website
  • Online Desktop
  • Free Online Games
  • Video Tutorials
  • All HTML Tags
  • Browser Kits
  • Statistics

    Total online: 31
    Guests: 31
    Users: 0

    Hinduism Site

    হিন্দু ধর্ম ব্লগ

    Main » 2011 » October » 1 » অপরূপ সাজে সেজেছে ঝিনাইদহের ৪১০টি পূজা মণ্ডপ Added by: DharmaJuddha
    10:09 PM
    অপরূপ সাজে সেজেছে ঝিনাইদহের ৪১০টি পূজা মণ্ডপ
    ঝিনাইদহে শারদীয়া দূর্গোৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। তোরণ নির্মাণ ও নয়নাভিরাম সৌন্দর্যের পাশাপাশি আলোক সজ্জার ফলে জেলা ও উপজেলা শহরের মণ্ডপগুলো সেজেছে অপরূপ সাজে।

    ঝিনাইদহের জেলা তথ্য অফিসার এস এ কবীর সাংবাদিকদের জানান, জেলার ৬টি উপজেলায় এবার মোট ৪১০টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।

    এসব পূজা মণ্ডপের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ হিসাবে ১০০ টি, অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ হিসেবে ১৮০টি ও সাধারণ হিসেবে ১৩০টি পূজা মণ্ডপকে পুলিশ চিহ্নিত করেছে।

    ঝিনাইদহ পুলিশের সহকারী পুলিশ সুপার আব্দুল হালিম মোল্লা জানান, পূজা মণ্ডপগুলোর নিরাপত্তার জন্য ২ হাজার ৪৬০ জন আনসার সদস্য নিয়োজিত থাকবে। পূজার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার জন্য বিদ্যুৎ বিভাগ বিশেষ ব্যবস্থা নিয়েছে বলে তিনি জানান।

    ঝিনাইদহ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পৃথ্বীশ রঞ্জন জানান, পূজা মন্ডপের নিরাপত্তার জন্য প্রতি মণ্ডপে ৪ জন পুরুষ ও ২ জন নারী আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি থাকছে পুলিশ ও র‌্যাবের টহল দল।

    এবার প্রতিটি পূজা মণ্ডপকে সরকারী অনুদান হিসাবে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে তিনি জানান। এদিকে পূজার সময় নবগঙ্গা নদীর তীরে প্রতিবারের ন্যায় এবারও ফার্নিচার মেলার আয়োজন করা হয়েছে।


    সূত্রঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কম
    Views: 725 | Added by: DharmaJuddha | Rating: 0.0/0
    Total comments: 0
    Only registered users can add comments.
    [ Registration | Login ]