হিন্দু ধর্ম ব্লগ
Main »
2011 » October » 1 » মৌলভীবাজারে ৭০২টি মন্ডপে দুর্গাপূজা হবে
Added by:
DharmaJuddha
9:07 PM মৌলভীবাজারে ৭০২টি মন্ডপে দুর্গাপূজা হবে |
ষষ্ঠী পূজার মধ্যদিয়ে রোববার থেকে মৌলভীবাজার জেলার ৭০২টি মন্ডপে দুর্গাপূজা শুরু হবে।
মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, মৌলভীবাজার সদরে ৬৯টি, রাজনগরে ৭০টি, কুলাউড়ায় ১৪৫টি, কমলগঞ্জে ১০৭টি, শ্রীমঙ্গলে ১২৮টি, জুরীতে ৫৫টি ও বড়লেখায় ১২৮টি পূজা মন্ডপ একযোগে দুর্গাপূজা শুরু হবে। গত বছরের চেয়ে এবছর ৪৫টি পূজামন্ডপ বেড়েছে।
এর মধ্যে জেলার অন্যতম এবং সিলেট বিভাগ তথা উপমহাদেশের একমাত্র লাল দুর্গামন্ডপ রাজনগরের পাঁচগাঁওয়ে সবচেয়ে ব্যয়বহুল ও বড় পূজানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পংকজ রায় মুন্না বাংলানিউজকে জানান, প্রতিবছরের ন্যায় পাঁচগাঁওয়ে পূজা উদযাপনের জন্য সরকার ও প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, গত বছর সারা জেলায় মোট ৫৬৯টি মন্ডপে পূজা উদযাপন হয়েছিল এবং এবছর ৭০২টিতে হচ্ছে।
মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো: নুরুল ইসলাম বাংলানিউজকে বলেন, প্রতিটি মন্ডপে নিরাপত্তার স্বার্থে পুলিশ আনসারের পাশাপাশি মহিলা পুলিশও রাখা হয়েছে। এরজন্য এক প্লাটুন অতিরিক্ত পুলিশ সদস্য রাখা হয়েছে।
রাজনগরের পাঁচগাঁওয়ে একজন ট্রাফিক পুলিশসহ অতিরিক্ত মোতায়েন থাকবে বলে এএসপি জানান। সূত্রঃ বাংলা নিউজ ২৪
|
Views: 730 |
Added by: DharmaJuddha
| Rating: 0.0/0 |