হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব শারদীয় দুর্গা উত্সবকে সামনে রেখে মেহেরপুরে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। এবার মেহেরপুর শহরসহ জেলার ৩ উপজেলায় মোট ৩৯টি পূজামণ্ডপ তৈরির কাজ শুরু হয়েছে। এর মধ্যে মেহেরপুর শহরসহ সদর উপজেলার বিভিন্ন গ্রামে ১২টি, মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামে ৮টি এবং গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে ১৯টি মন্দিরে প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে। গত বছর মেহেরপুর জেলায় ৪৯টি পূজামণ্ডপ তৈরি হলেও আর্থিক সমস্যার কারণে এবার জেলায় মোট ১০টি মন্দিরে পূজামণ্ডপ তৈরি হচ্ছে না। এদিকে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গা উত্সব সম্পন্ন করার লক্ষ্যে গত সপ্তাহের মঙ্গলবার মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক বেগম সাহান আরা বানুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পূজা উত্যাপন কমিটির সভাপতি ডা. রমেশ চন্দ্রনাথ, অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য প্রমুখ।