ঝালকাঠিতে ১৬৯ টি মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে - 30 September 2011 - হিন্দু ধর্ম ব্লগ - A Total Knowledge Of Hinduism, সনাতন ধর্ম
Hinduism Site
ঝালকাঠিতে ১৬৯ টি মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে
ঝালকাঠি জেলায় ১৬৯ টি পূজা মন্ডপে চলছে প্রতিমা তৈরীর শেষ মূহুর্তের প্রস্তুতি। গত বছর জেলায় ১৬৫ টি পূজা মন্ডপে দুর্গা পুজা উদযাপিত হয়েছিল। প্রতিমা তৈরীর শেষ মূহুর্তে শিল্পিরা কোথাও চলছে শেষ প্রলেপ দেয়া এবং কোথাও চলছে রং এর কাজ। ঘনিয়ে আসছে পূজার দিন আর হিন্দু সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়ছে পূজার আমেজ। সংশিষ্ট সুত্রে জানা গেছে, ঝালকাঠি জেলায় ১৬৯ টি পূজা মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঝালকাঠি সদর উপজেলায় ৬৯ টি , কাঠালিয়া উপজেলায় ৫৫ টি, রাজাপুরে ২৩ টি ও নলছিটিতে ২২ টি। জেলা সদরে তুলনামূলক ভাবে পূজা মন্ডপ বেশী রয়েছে। ১৬৯ টি পূজা মন্ডপের জন্য সরকারী সহায়তা হিসেবে ৭২ মেট্টিক টন চাল বরাদ্দ হয়েছে। প্রতিটি পূজা মন্ডপের জন্য অর্ধ মেট্টিকটনেরও কম বরাদ্দ এবং খরচের খুব সামান্য হওয়ায় চাপা ক্ষোভ বিরাজ করছে পূজারীদের মধ্যে। জেলা ত্রাণ ও পূর্নবাসন শাখা সূত্রে জানা গেছে, পূজা মন্ডপের প্রকারভেদে অনুদান দেয়া হবে। শীঘ্রই পূজা উদযাপন কমিটির কাছে অনুদান হস্তান্তর করা হবে। সাধারণ শাখা জানিয়েছে, আগামী ২৬ সেপ্টেম্বর জেলা প্রশাসক সভাকক্ষে পূজা উদযাপনে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করবেন। ঝালকাঠি থানার অফিসার ইন চার্জ আবুল খায়ের জানান, নিরাপত্তা রক্ষায় প্রতিটি পুজা মন্ডপে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত থাকবেন।