Tuesday 24-12-2024 6:46 AM |
Welcome Guest Main | Registration | Login | RSS |
Statistics |
---|
Total online: 19 Guests: 19 Users: 0 |
|
Hinduism Site
হিন্দু ধর্ম ব্লগMain » 2011 » September » 22 » বাংলাদেশী মুসলমান
Added by: Abimanyu
9:46 AM বাংলাদেশী মুসলমান |
লিখেছেন তারক কুমার ঘোষ দাদা যখন ছিলাম মোরা , অনার্য বাঙালী।
এপথে আসেনি কোন, দস্যু চোরনী।
আর্য আগমণে, হলাম ধন্য।
তারা তো মানুষ বলে, করেনি গণ্য।
অচ্ছুত দলিত হয়ে, রয়ে গেলাম তখনি।
চিন্তার বিকাশ যে, কখনো ঘটেনি।
এমতা অবস্থায়, আসিল মুঘল।
ভেবেছিলাম হবে এবার মোদের আমল।
হয়ে গেলাম মুসলমান, তাদেরকে দেখে।
তারা যে করল বিয়ে হিন্দু বেটি দেখে।
আবার হলাম পরাধীন, মুসলমান হয়ে।
এবার আসিল ব্রিটিশ, মুম্বাই দিয়ে।
দিল বাশঁ মোদের পাছায়, ব্রিটিশ রাজন্যকুল।
আর্য হিন্দুর উন্নতি দেখে, মোদের চক্ষুশূল।
ইংরেজী শিখে তারা, এগিয়ে যে গেল।
আরবী-ফার্সি মোদের, রসাতলে নিল।
ব্রিটিশ খেদাল হিন্দু, ভারত থেকে।
নিলাম পাকিস্তান, হিন্দু নিধন করে।
মু মে বিড়ি হাত ম্য পান, লাড়কে লেঙ্গে পাকিস্তান।
স্লোগানটা ছিল বেশ, হিন্দু কাটিয়া শেষ।
পাকিস্তান এলো, বাঙালীর বাপ হলো।
পশ্চিমা পাঞ্জাবী আসিয়া দিল এক নাড়া,
ভয় পেয়ে বাঙ্গালী মা-বোনদের দেয় ভাড়া।
জন্মিলো সেসময়, পাকি ঔরসজাত।
তারাই রাতদিন, বঙ্গ করে বেজাত।
এদের হুংকারে ৭১ এলো,
সবংশে হিন্দুর হাতে ওই বেজাত মরিল।
রয়ে গেল কিছু বেজাত, বাঙালীর ঔরসে।
রাতদিন ভাদা(ভারতীয় দালাল) খুঁজে, যেখানে সেখানে।
বদলা নিতে চায় তারা, হিন্দু মেরে।
সুযোগটা করে দেয়, পাকিস্তানী বাপে।
|
Views: 800 |
Added by: Abimanyu
| Rating: 5.0/1 |
Total comments: 2 | |
0 2
Koilas (22-09-2011 11:17 AM)
[ Entry]
চমৎকার লিখেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।
|
|
|
|
|