n কবি নজরুল এর সাম্যবাদের গান - জাতের নামে বজ্জাতি সব - 21 September 2011 - হিন্দু ধর্ম ব্লগ - A Total Knowledge Of Hinduism, সনাতন ধর্ম Hinduism Site
Tuesday
24-12-2024
7:04 AM
Login form
Search
Calendar
Entries archive
Tag Board
300
Site friends
  • Create a free website
  • Online Desktop
  • Free Online Games
  • Video Tutorials
  • All HTML Tags
  • Browser Kits
  • Statistics

    Total online: 17
    Guests: 17
    Users: 0

    Hinduism Site

    হিন্দু ধর্ম ব্লগ

    Main » 2011 » September » 21 » কবি নজরুল এর সাম্যবাদের গান - জাতের নামে বজ্জাতি সব Added by: নামহীন
    1:41 PM
    কবি নজরুল এর সাম্যবাদের গান - জাতের নামে বজ্জাতি সব
    সাম্যবাদের গান
    কাজী নজরুল ইসলাম


    জাতের নামে বজ্জাতি সব জাত-জালিয়াৎ খেলছ জুয়া ,
    ছুঁলেই তোর জাত যাবে ? জাত ছেলের হাতের নয়তো মোয়া।

    হুঁকোর জল আর ভাতের হাঁড়ি, ভাবলি এতেই জাতির জান,
    তাই ত বেকুব, করলি তোরা এক জাতিকে এক শ’-খান !

    এখন দেখিস ভারত-জোড়া, প’চে আছিস বাসি মড়া,
    মানুষ নাই আজ, আছে শুধু জাত-শেয়ালের হুক্কা হুয়া।

    জানিস না কি ধর্ম্ম সে যে বর্ম্ম সম সহন-শীল,
    তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁওয়া-ছুঁয়ির ছোট্ট ঢিল |

    যে জাত-ধর্ম্ম ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সেত’,
    যাক্ না সে জাত জাহান্নামে, রইবে মানুষ, নাই পরোয়া |

    দিন-কানা সব দেখ্ তে পাস্ নে দন্ডে দন্ডে পলে পলে,
    কেমন ক’রে পিষছে তোদের পিশাচ জাতের জাঁতা-কলে |

    তোরা জাতের চাপে মারলি জাতি,সূর্য্য ত্যজি নিলি বাতি,
    তোদের জাত-ভগীরথ এনেছে জল জাত-বিজাতের জুতো ধোওয়া |

    মনু ঋষি অণু সমান বিপুল বিশ্বে যে বিধির,
    বুঝলি না সেই বিধির বিধি, মনুর পায়েই নোয়াস্ শির |

    ওরে মূর্খ ওরে জড়, শাস্ত্র চেয়ে সত্য বড়,
    তোরা চিন্ লি নে তা চিনির বলদ, সার হ’ল তাই শাস্ত্র বওয়া |

    সকল জাতই সৃষ্টি যে তাঁর, এ বিশ্ব-মায়ের বিশ্ব-ঘর,
    মায়ের ছেলে সবাই সমান, তাঁর কাছে নাই আত্ম-পর |

    তোরা সৃষ্টিকে তাঁর ঘৃণা ক’রে, স্রষ্টায় পূজিস্ জীবন ভ’রে,
    ভষ্মে ঘৃত ঢালা সে যে বাছুর মেরে গাভী দোওয়া |

    বলতে পারিস্ বিশ্ব-পিতা ভগবানের কোন্ সে জাত ?
    কোন্ ছেলের তাঁর লাগলে ছোঁওয়া অশুচি হন জগন্নাথ ?
    নারায়ণের জাত যদি নাই,তোদের কেন জাতের বালাই ?
    তোরা ছেলের মুখে থু থু দিয়ে মা’র মুখে দিস ধূপের ধোঁয়া |

    ভগবানের ফৌজদারী-কোর্ট নাই সেখানে জাত-বিচার,
    তোর পৈতে টিকি টুপি টোপর সব সেথা ভাই একাক্কার !

    জাত সে শিকেয় তোলা র’বে , কর্ম্ম নিয়ে বিচার হবে,
    তা’পর বামুন চাঁড়াল এক গোয়ালে, নরক কিংবা স্বর্গে থোওয়া |

    এই আচার বিচার বড় ক’রে প্রাণ-দেতায় ক্ষুদ্র ভাবা |
    বাবা এই পাপেই আজ উঠতে বসতে সিঙ্গী-মামার খাচ্ছে থাবা !

    তাই, নাই ক অন্ন , নাই ক বস্ত্র , নাই সন্মান, নাই ক অস্ত্র,
    এই জাত-জুয়াড়ীর ভাগ্যে আছে আরো অশেষ দুখ সওয়া |



    ভাবুন- আজকে জাত এর ধুয়া তুলে আর আলাদা না থেকে - আসুন এক হই
    Views: 915 | Added by: নামহীন | Tags: sammobader gan | Rating: 4.5/2
    Total comments: 3
    +1  
    1 Koilas   (21-09-2011 2:44 PM) [Entry]
    জাতের নামে বজ্জাতি সব সাম্যবাদের গান ভাল লেগেছে
    smile smile smile smile smile smile

    0  
    2 rajendra   (21-09-2011 3:43 PM) [Entry]
    সাম্যবাদের গান biggrin biggrin biggrin

    আমরা এখনো জাত বেজাতের মাঝে পড়ে আছি

    নজরুল যেটা ৫০ বছর আগে বুঝেছিলেন সেটা এখন ও আমাদের মাথায় ঢুকেনা angry angry

    +1  
    3 Abimanyu   (21-09-2011 4:42 PM) [Entry]
    গ্রেট দাদা।

    Only registered users can add comments.
    [ Registration | Login ]