বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ভরিরমুখ পাড়া কর্মকার পাড়ায় রোববার রাতে মন্দিরে কয়েকটি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি আট জনকে আসামি করে মামলা করেছে। সোমবার সকালে পুলিশ এক জনকে গ্রেপ্তার করেছে।
এদিকে দুর্গাপূজার দুই সপ্তাহ আগে প্রতিমা ভাংচুরের এ ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তির দাবিতে জেলা শহরে সোমবার সকালে মানববন্ধন করেছে হিন্দু ধর্মাবলম্বীরা।
আলীকদম থানার ওসি মোহাম্মদ ইকবাল সাংবাদিকদের বলেন, রোববার রাত ৮টার দিকে মন্দিরে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে দুর্গা প্রতিমাসহ চারটি মূর্তির বিভিন্ন অংশ ভাংচুর করে।
মন্দির কমিটির সভাপতি মনমোহন কর্মকার বাদি হয়ে রাতেই আট জনকে আসামি করে একটি মামলা করেন। আসামিরা হলেন- ওই এলাকারই জাফর আলম (৩০), মনু মিয়া (৪৮), মঞ্জুর আলম (৪০), আবুল কালাম আলম (৪৫), মাহমুদুল হক (৩৫), মহিউদ্দিন (৪০), মো. বাবুল (৩৫) ও সৈয়দ আলম (৩৫)।
এদেও মধ্যে কালামকে সোমবার ভোরে আলীকদম বাস স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় বলে ওসি জানান।
এ বিষয়ে বান্দরবানের সহকারী পুলিশ সুপার আমজাদ হোসেন সাংবাদিকদের বলেন, "কেন মন্দিরে হামলা হলো তা খতিয়ে দেখা হচ্ছে।"
পুলিশি নিরাপত্তায় মন্দিরে মূর্তি নির্মাণের কাজ এখন চলছে বলে জানান তিনি।
oc saheb oporadhider uddeshe karon dorshanor notice dite paren. r jodi nijer gyan diye bujhte paren tobe to valo e hoto kintu prblm hosse tader gyan to r mathay thakena, thake ....... e