ইসকনের অন্যতম গুরু ও জিবিসি শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের কৃপাধন্য ও রূপ-সনাতন স্মৃতি তীর্থ, যশোরের কোষাধ্যক্ষ শ্রীমান্ মুক্তিদায়ী নিতাই দাস ব্রহ্মচারী (ভক্তিশাস্ত্রী) সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে পি এইচ ডি ডিগ্রী লাভ করেন। তাঁর গবেষণার বিষয় ছিলো “বৈষ্ণবধর্ম শিক্ষা ও সাধনা: প্রেক্ষিত বাংলাদেশ”। তাঁর গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন ড. নিখিল রঞ্জন বিশ্বাস, অধ্যাপক, ভাষা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী; ড. নারায়ণ চন্দ্র বিশ্বাস, অধ্যাপক, সংস্কৃত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা; ড. শান্তি রানী হালদার, অধ্যাপক, পালি ও সংস্কৃত বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম; ড. গোপাল চন্দ্র মিশ্র, অধ্যাপক, সংস্কৃত বিভাগ, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা; ড. নরোত্তম সেনাপতি, অধ্যাপক, সংস্কৃত বিভাগ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, ভাগিরথী বিশ্বাস, অধ্যাপক, সংস্কৃত বিভাগ, আসাম বিশ্ববিদ্যালয়, ভারত। তিনি এই গবেষণা অভিসন্দর্ভে প্রায় পাঁচশত দেশী-বিদেশী গ্রন্থ ও শাস্ত্র হতে উদ্ধৃতি দিয়েছেন। তাঁর গবেষণায় যারা বিভিন্নভাবে সাহায্য করেছেন তাঁদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সম্প্রতি তিনি শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের নির্দেশক্রমে “গৌর মণ্ডল মহিমামৃত” গ্রন্থের বাংলাদেশ অংশের কাজ সম্পন্ন করেন।এছাড়াও তিনি “শ্রীশ্রীরূপ-সনাতন লীলামৃত”, “খেতুরী ও পুঠিয়া তীর্থের মাহাত্ম্য”, “শ্রী শ্রী গৌরতত্ত্ব”, “শ্রী শ্রী গৌর সুন্দরের জীবনী ও শিক্ষা” গ্রন্থ রচনাসহ আরও অনেক প্রবন্ধ রচনা করেছেন। সূত্র: মাসিক হরেকৃষ্ণ সমাচার, সেপ্টেম্বর/২০১১ (পদ্মনাভ/৫২৫ গৌরাব্দ)
ধন্যবাদ দাদা। আপনাদের লেখাগুলো খুবই সুন্দর। সবগুলো পড়তে পারিনা। কিন্তু আপনারা সব পড়েন। বিশেষ করে আপনি। এটা আমাকে খুব কষ্ট দেয়। তাছাড়া জব, জপ, পড়াশুনার ব্যস্ততা তো আছেই।
ratan dada apnake abar peye valo lagse. jodi khub busy na thaken tobe amader site e ektu somoy diben asa kori. nd amar pc nosto so apnara pls site ta handle koren. hare krishna