Tuesday 24-12-2024 6:38 AM |
Welcome Guest Main | Registration | Login | RSS |
Statistics |
---|
Total online: 17 Guests: 17 Users: 0 |
|
Hinduism Site
হিন্দু ধর্ম ব্লগMain » 2011 » June » 19 » সংখ্যাতত্ত্বে গীতা- ৪
Added by: rajendra
8:25 PM সংখ্যাতত্ত্বে গীতা- ৪ |
সংখ্যাতত্ত্বে গীতা সংখ্যাতত্ত্বে গীতা- ২ সংখ্যাতত্ত্বে গীতা- ৩
শ্রীমদ্ভগবদ্গীতা গ্রন্থে ৩ সংখ্যাটি যেভাবে সকল শ্লোকে ব্যাবহার করা হয়েছে তা হল- ১. কর্মের নিগুর তত্ত্ব তিন প্রকারঃ কর্ম, অকর্ম, ও বিকর্ম (অধ্যায় ৪, শ্লোক ১৭) ২.অধিক ভোজন কারী, নিতান্ত অনাহারী, ও অধিক নিদ্রাপ্রিয় বা নিদ্রাশুন্য ব্যাক্তির যোগী হওয়া যায়না।(অধ্যায় ৬. শ্লোকঃ ১৬) ৩.বেদবিদ পন্ডিত, বিষয়াসক্তি শুন্য সন্ন্যাসী ও ব্রম্মচারীদের ব্রহ্মচর্য পালন করা প্রয়োজন ( অধ্যায় ৮, শ্লোকঃ ১১)। ৪. ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিদিন ভজনার তিনটি ঊপায় হলঃ নিরন্তর কীর্তন সহ উপাসনা, ভক্তিসহকারে দৃঢ় ব্রত, ও প্রণাম।( অধ্যায় ৯, শ্লোক ১৪) ৫.ভগবান শ্রীকৃষ্ণকে যে কোন কেঊ ( ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য , শুদ্র) ভজনা করে শ্রেষ্ট গতি লাভ করতে পারে।(অধ্যায়৯ শ্লোক ৩২) ৬.পুন্যজন্মা ব্রাহ্মণ, ভক্ত, ও ক্ষত্রিয় ভগবান শ্রীকৃষ্ণকে আশ্রয় করলে পরাগতি লাভ ক্রবেন(অধ্যায়-৯, শ্লোক-৪১) ৭. অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে মহিমা না জেনে তিনভাবে সম্বোধন করেছিলেনঃ হে কৃষ্ণ, হে যাদব, হে সখা ( অধ্যায় ৯, শ্লোক ৪১)।
চলমান/////
|
Views: 1540 |
Added by: rajendra
| Tags: krishna., hare Krishna, numerology in geeta, geeta in numerology
| Rating: 5.0/1 |
|